Italy vs Germany (Photo Credit: @DFB_Team_EN/ X)

Germany vs Italy, Quarterfinal, UEFA Nations League: উয়েফা নেশন্স লিগের (UEFA Nations League) কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে জার্মানি বনাম ইতালি (Germany vs Italy)। ২৪ মার্চ সিগন্যাল ইদুনা পার্কে আয়োজিত হবে দ্বিতীয় লেগের ম্যাচ। প্রথম লেগে বাভারিয়ানরা প্রথম দিকে একটি গোল হজম করেছিল। ০-১ গোলে পিছিয়ে থেকে হাফ টাইম শেষ করে তারা। জার্মানরা অবশ্য সেকেন্ড হাফে শেষ পর্যন্ত ৪৯ ও ৭৬ মিনিটে গোল আদায় করে। জার্মানির হয়ে স্কোরশিটে নাম তোলেন টিম ক্লেইন্ডিয়েনস্ট (Tim Kleindienst) ও লিওন গোরেৎজকা (Leon Goretzka)। তারা এখন তাদের আসন্ন লড়াইয়ে লিড ধরে রেখে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার আশা করবে। অন্যদিকে, আগের ম্যাচে নবম মিনিটে সান্দ্রো তোনালির (Sandro Tonali) গোলে এগিয়ে যায় আজ্জুরিরা। দারুণ পারফরম্যান্স করেও দ্বিতীয়ার্ধে জার্মানির আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয় ইতালিয়ানরা। উয়েফা প্রতিযোগিতায় টিকে থাকতে জয়ে চোখ রাখবে তারা। ISL 2024-25 Final: বড় চমক! এবার আইএসএল ২০২৪-২৫ ফাইনালের স্পনসর Pokémon

জার্মানি বনাম ইতালি, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ

কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগের সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে জার্মানি বনাম ইতালি, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ?

২৪ মার্চ সিগন্যাল ইদুনা পার্কে (Signal Iduna Park) আয়োজিত হবে জার্মানি বনাম ইতালি, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ।

কখন থেকে শুরু হবে জার্মানি বনাম ইতালি, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ?

জার্মানি বনাম ইতালি, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় আজ রাত ১টা বেজে ১৫ মিনিটে।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন জার্মানি বনাম ইতালি, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ

সরাসরি টিভিতে জার্মানি বনাম ইতালি, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ ভারতে দেখবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন জার্মানি বনাম ইতালি, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ

জার্মানি বনাম ইতালি, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ সরাসরি অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ (Sony-LIV) অ্যাপে