২০২২ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইতিহাস সৃষ্টিকারী মরক্কোকে হারিয়ে ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। ফিফা বিশ্বকাপে পরপর দুবার ফাইনালে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে ফ্রান্স। কাতারের আল-বেত স্টেডিয়ামে (Al-Bayt Stadium) মরক্কোকে ২-০ গোলে উড়িয়ে দিয়েছে দিদিয়ের দেশমের (Didier Deschamps) দল।কাতার বিশ্বকাপে ফ্রান্সের দ্রুততম গোলটি করেন ডিফেন্ডার থিও হার্নান্দেজ (Theo Hernandez)। ম্যাচের ৫ মিনিটে গোলটি করেন তিনি। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান বদলি খেলোয়াড় র্যান্ডাল কোলো মুয়ানি (Randal Kolo Muani)। ফ্রান্সের হয়ে দ্বিতীয় গোল করে মরক্কোর স্বপ্ন শেষ করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ২০২২ ফিফা বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনার মুখোমুখি হবে কিলিয়ান এমবাপ্পের ( Kylian Mbappe) ফ্রান্স।
ফিফা বিশ্বকাপ ২০২২-এর সেমিফাইনালে ফ্রান্স বনাম মরক্কো: