ফ্রান্স বনাম জার্মানি (Photo Credits:EURO 2020)

একের পর এক সুযোগ নষ্টের খেসারত দিতে হল জার্মানিকে৷ প্রথম ম্যাচেই জয় দিয়ে ইউরো যাত্রা (EURO 2020) শুরু করল অপ্রতিরোধ্য ফ্রান্স৷ দেশঁর ক্ষুরধার মস্তিষ্কের কাছে এদিন বড়ই দিশেহারা দেখাল জোয়াকিম লো-র বাহিনীকে৷ ম্যাচের প্রথম পাঁচ মিনিট ফ্রান্সের ফুটবলারেরা যেন বিপক্ষকে মেপে নিচ্ছিল। তার পরে ধীরে ধীরে খেলাটা ধরতে শুরু করল। বল বিপন্মুক্ত করতে গিয়ে নিজের গোলেই ঢুকিয়ে দেয় আড়াই বছর পরে জার্মানির জাতীয় দলে ফেরা ম্যাতস হুমেলস। এই গোলের দু’মিনিটের মধ্যেই সমতা ফেরানোর সুযোগ পেয়েও তা নষ্ট করেন থোমাস মুলার, ন্যাব্রি, ইকেই গুন্দোয়ানও। আরও পড়ুন-West Bengal Monsoon: আষাঢ়স্য প্রথম দিবসে জমজমাট বর্ষারানি, দিনভর ভিজবে রাজ্য

ম্যাতস হুমেলসের আত্মঘাতী গোলে ম্যাচের প্রথমার্দেই ধরাশায়ী জার্মান যোদ্ধারা৷ দ্বিতীয়ার্ধে জান প্রাণ দিয়ে সমতা ফেরানোর চেষ্টা করেছিল কিন্তু দিদিয়ের দেঁশর ফরাসি ব্রিগেড তাদের কোনও সুযোগই দেয়নি৷ ম্যাচের দ্বিতীয়ার্ধে কোনও দলই গোল করতে পারেনি৷ তবে গত ১০টি ম্যাচের মধ্যে ৯টিতে জয় ছিনিয়ে নিয়ে জার্মানির বিরুদ্ধে ইউরো ২০২০-র ম্যাচে ফেবারিট ছিল ফ্রান্স৷   অনবদ্য খেলার মাধ্যমে সেই ধারা বজায় রাখল ফরাসী ব্রিগেড৷ ম্যাতস হুমেলসের আত্মঘাতী গোলে প্রথম ম্যাচেই লজ্জাজনক হারের মুখে পড়ল জার্মান যোদ্ধারা৷