Padma Shri Award 2025: রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্ৰৌপদী মূর্মু (Droupadi Murmu) শিল্প, সাহিত্য, শিক্ষা, জনসেবা, চিকিৎসা, সামাজিক কাজ, বিজ্ঞান, খেলা এবং শিল্পের মত বিভিন্ন ক্ষেত্রের অসাধারণ অবদান রাখা ৬৯ ব্যক্তিকে পদ্মশ্রী পুরস্কার (Padma Shri Award) দিয়েছেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর (S. Jaishankar) এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মানকে তিনটি শ্রেণীতে দেওয়া হয়। সেগুলি যথাক্রমে পদ্ম বিভূষণ, পদ্ম ভূষণ এবং পদ্ম শ্রী। এই বছর সরকার মোট ১৩৯ পদ্ম পুরস্কার বিজেতার নাম ঘোষণা করে। এই তালিকায় জায়গা করে নেন ভারতের প্রাক্তন ফুটবলার আইএম বিজয়ন (IM Vijayan)। তিনি সেই পুরষ্কার নিতে রাষ্ট্রপতি ভবনে উপস্থিত ছিলেন সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। Mamata Shankar Ghosh: দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মশ্রী পুরস্কার নিলেন মমতা শঙ্কর
দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মশ্রী নিলেন প্রাক্তন ফুটবলার আইএম বিজয়ন
Former Footballer I. M. Vijayan receives Padma Shri Award by President Droupadi Murmu🎗️
- The Legend of Indian Football 🇮🇳🙇
— The Khel India (@TheKhelIndia) May 28, 2025
আইএম বিজয়ন কে?
আই এম বিজয়নের পুরো নাম ইনিভাল্লাপ্পিল মণি বিজয়ন (Inivalappil Mani Vijayan)। তিনি ২৫ এপ্রিল ১৯৬৯ সালে কেরালার ত্রিশূরে জন্মগ্রহণ করেন। তিনি ভারতের অন্যতম সেরা ফুটবলার, যিনি তার গোল করার দক্ষতার জন্য পরিচিত। বিজয়নের ছোট বেলা থেকেই ফুটবলের প্রতি প্রতিভা স্পষ্ট ছিল। ১৯৮৬ সালে তিনি মাত্র ১৭ বছর বয়সে কেরালা পুলিশ ফুটবল ক্লাবে যোগ দেন। এরপর বিজয়ন কয়েকটি শীর্ষ ভারতীয় ক্লাব এবং একটি মালয়েশীয় দলের হয়ে খেলেছেন। তিনি মোহনবাগানের হয়ে ১৯৯১–১৯৯২, ১৯৯৩–১৯৯৪, ১৯৯৮–১৯৯৯ মরসুমে খেলে মোট ৫১ গোল করেন এবং ১৯৯৭ সালে দলকে জাতীয় ফুটবল লিগ (এখন আই-লীগ) জেতান। এরপর ইস্টবেঙ্গলে ২০০১–২০০২, ২০০৫–২০০৬ মরসুম খেলে তাঁর ক্লাব কেরিয়ার শেষ হয়।
জাতীয় ফুটবল লিগ/আই-লিগে সর্বাধিক গোলের রেকর্ড (৭৭) এবং সন্তোষ ট্রফিতে (৪০) করা তার রেকর্ড অনন্য। এছাড়া এআইএফএফ প্লেয়ার অফ দ্য ইয়ার পুরস্কার তিনবার জেতা প্রথম ভারতীয় (১৯৯২, ১৯৯৭, ২০০০) হন তিনি। ২০০৬ সালে অবসর নেওয়ার পর বিজয়ন কোচ হিসেবে কাজ করেন এবং পরে এআইএফএফ টেকনিক্যাল কমিটির সদস্য হিসেবে কাজ করেছেন। ভারতীয় ফুটবলে তার অবদানের জন্য ২০০৩ সালে অর্জুন পুরস্কার পাওয়ার পর এবার ২০২৫ সালে তিনি পদ্মশ্রী পেয়েছেন।