ট্রান্স-তাসমান প্রতিবেশী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ফিফা মহিলা বিশ্বকাপের নবম আসর আয়োজনের জন্য প্রস্তুত। ২০ জুলাই থেকে শুরু হয়েছে এই আসর। ২০২৩ ফিফা মহিলা বিশ্বকাপ ৩২টি দলের ফরম্যাট অনুসরণ করে আটটি গ্রুপে বিভক্ত। গ্রুপ এ থেকে এইচে প্রতিটিতে চারটি করে দল রয়েছে। প্রতি গ্রুপের দলগুলো প্রতিযোগিতার গ্রুপ পর্বে রাউন্ড-রবিন পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। গ্রুপ পর্ব শেষে আট গ্রুপ থেকে সেরা দুই দল নকআউট পর্বে যাবে, যা শুরু হবে রাউন্ড অব ১৬ দিয়ে। আজ রবিবার ২৩ জুলাই গ্রুপ 'জি' র প্রথম ম্যাচে মুখোমুখি হবে সুইডেন এবং দক্ষিণ আফ্রিকা। এরপর গ্রুপ 'ই'র ম্যাচে নেদারল্যান্ডের মুখোমুখি হবে পর্তুগাল এবং দিনের শেষ গ্রুপ 'এফ'র ম্যাচে ফ্রান্স বনাম জামাইকা খেলবে। Kylian Mbappe, PSG: পিএসজির জাপান সফরের দল থেকে বাদ কিলিয়ান এমবাপে
We have more #FIFAWWC action coming up. 🙌
How many goals will be scored across these games? 🤔#BeyondGreatness
— FIFA Women's World Cup (@FIFAWWC) July 23, 2023
রবিবার, ২৩ জুলাই
গ্রুপ জি: সুইডেন বনাম দক্ষিণ আফ্রিকা (সকাল ১০ঃ৩০টায়)
গ্রুপ ই: নেদারল্যান্ডস বনাম পর্তুগাল (দুপুর ১ঃ০০টায়)
গ্রুপ এফ: ফ্রান্স বনাম জ্যামাইকা (দুপুর ৩ঃ৩০টেয়)
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ফিফা মহিলা বিশ্বকাপের আজকের ম্যাচ?
ফিফা মহিলা বিশ্বকাপের ম্যাচ ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে দূরদর্শনে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ফিফা মহিলা বিশ্বকাপের আজকের ম্যাচ?
ফিফা মহিলা বিশ্বকাপের ম্যাচ অনলাইনে সরাসরি দেখা যাবে ফ্যানকোডে।