USA vs NED (Photo Credit: B/R Football/ Twitter)

ট্রান্স-তাসমান প্রতিবেশী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ফিফা মহিলা বিশ্বকাপের নবম আসর আয়োজনের জন্য প্রস্তুত। ২০ জুলাই থেকে শুরু হয়েছে এই আসর। ২০২৩ ফিফা মহিলা বিশ্বকাপ ৩২টি দলের ফরম্যাট অনুসরণ করে আটটি গ্রুপে বিভক্ত। গ্রুপ এ থেকে এইচে প্রতিটিতে চারটি করে দল রয়েছে। প্রতি গ্রুপের দলগুলো প্রতিযোগিতার গ্রুপ পর্বে রাউন্ড-রবিন পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। গ্রুপ পর্ব শেষে আট গ্রুপ থেকে সেরা দুই দল নকআউট পর্বে যাবে, যা শুরু হবে রাউন্ড অব ১৬ দিয়ে। আজ ১ আগস্ট গ্রুপ 'ই' র প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভিয়েতনাম এবং নেদারল্যান্ডস, এবং গ্রুপ 'ই'র ম্যাচে পর্তুগাল এবং মার্কিন যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে। এরপর দিনের পরের ম্যাচে গ্রুপ 'ডি'র ম্যাচে চীন বনাম ইংল্যান্ড এবং 'ডি'র অপর ম্যাচে হাইতি বনাম ডেনমার্ক খেলবে। Commonwealth Youth Games 2023: কমনওয়েলথ যুব গেমসে প্রথমবার আত্মপ্রকাশ প্যারা অ্যাথলেটিক্সের

মঙ্গলবার, ১ আগস্ট

গ্রুপ ই: পর্তুগাল বনাম মার্কিন যুক্তরাষ্ট্র (দুপুর ১২ঃ৩০টায়)

গ্রুপ ই: ভিয়েতনাম বনাম নেদারল্যান্ডস (দুপুর ১২ঃ৩০টায়)

গ্রুপ ডি: চীন বনাম ইংল্যান্ড (বিকেল ৪ঃ৩০টেয়)

গ্রুপ ডি: হাইতি বনাম ডেনমার্ক (বিকেল ৪ঃ৩০টেয়)

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ফিফা মহিলা বিশ্বকাপের আজকের ম্যাচ?

ফিফা মহিলা বিশ্বকাপের ম্যাচ ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে দূরদর্শনে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ফিফা মহিলা বিশ্বকাপের আজকের ম্যাচ?

ফিফা মহিলা বিশ্বকাপের ম্যাচ অনলাইনে সরাসরি দেখা যাবে ফ্যানকোডে।