
FC Arkadag vs East Bengal, AFC Challenge League Quarterfinal Live Streaming: আজ বুধবার, ১২ মার্চ তুর্কমেনিস্তানের আরকাডাগ স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে এফকে আরকাডাগের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। আজকে ম্যাচ জিতে প্রথম লেগের ১-০ ঘাটতি পূরণ করতে চাইবে লাল-হলুদ ব্রিগেড। সেই ম্যাচে ঘরের মাঠে প্রথম লেগে অল্প ব্যবধানে জয় পাওয়া আরকাডাগ দলের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে ইস্টবেঙ্গল। এবার তুর্কমেনিস্তানে তাদের ঘরের মাঠে তারা আরও আক্রমণাত্মক পদ্ধতি অবলম্বন করবে বলে আশা করা হচ্ছে। সেই কারণে ইস্টবেঙ্গলের কাছে এই ম্যাচটি গুরুত্বপূর্ণ। প্রধান কোচ অস্কার ব্রুজনকে আক্রমণে তার দল আরও ভালো করতে সেরা দল নামাতে চাইবে। লাল-হলুদ ব্রিগেড প্রথম লেগে প্রতিশ্রুতি দেখালেও সুযোগ কাজে লাগাতে না পারার ব্যর্থতা ব্যয়বহুল প্রমাণিত হয়েছে। মহাদেশীয় লিগের আশা বাঁচিয়ে রাখতে তাদের একটি উপায় খুঁজে বের করতে হবে। East Bengal vs FC Arkadag Highlights: চ্যালেঞ্জ লিগে কোয়ার্টারফাইনালে আরকাডাগের বিরুদ্ধে প্রথম লেগে হারল ইস্টবেঙ্গল
ইস্টবেঙ্গল বনাম এফসি আরকাডাগ, এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনাল
War drums 🥁 beating. Battlefield calling ⚔️. No stepping back 😤. The BIG DAY is here! 🔴🟡
🆚 Arkadag FC
🏟️ Arkadag Stadium
⏰ 4 PM IST
📺 Live on @FanCode #JoyEastBengal #ChallengeLeague #EBFCInAsia pic.twitter.com/KUL4PZXHET
— East Bengal FC (@eastbengal_fc) March 12, 2025
ইস্টবেঙ্গল বনাম এফসি আরকাডাগ, এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালের সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে ইস্টবেঙ্গল বনাম এফসি আরকাডাগ, এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচ?
১২ মার্চ তুর্কমেনিস্তানের আরকাদাগ স্টেডিয়াম (Arkadag Stadium, Turkmenistan) আয়োজিত হবে ইস্টবেঙ্গল বনাম এফসি আরকাডাগ, এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচ।
কখন থেকে শুরু হবে ইস্টবেঙ্গল বনাম এফসি আরকাডাগ, এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচ?
ইস্টবেঙ্গল বনাম এফসি আরকাডাগ, এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৪ টেয়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ইস্টবেঙ্গল বনাম এফসি আরকাডাগ, এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচ
সরাসরি টিভিতে ইস্টবেঙ্গল বনাম এফসি আরকাডাগ, এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচ ভারতে টিভিতে দেখানো হবেনা।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইস্টবেঙ্গল বনাম এফসি আরকাডাগ, এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচ
ইস্টবেঙ্গল বনাম এফসি আরকাডাগ, এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনাল সরাসরি অনলাইনে দেখতে পাবেন ফ্যানকোড (FanCode) অ্যাপে