Jude Bellingham & Harry Kane (Photo Credit: @TransfersLlVE/ X)

ইউরো ২০২৪ (Euro 2024)-এ রাউন্ড অফ ১৬-র ম্যাচে কোনমতে টিকে থাকার পর ইংল্যান্ড এখন পরের ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। আগের নকআউট ম্যাচে স্লোভাকিয়ার মুখোমুখি হয়েছিল থ্রি লায়ন্সরা। ম্যাচের বেশিরভাগ সময় পিছিয়ে পড়ার পর সমতা ফেরান জুড বেলিংহ্যাম। এরপর অতিরিক্ত সময়ে ইংল্যান্ডকে জয় এনে দেন হ্যারি কেন। আজ, শনিবার (৬ জুলাই) ডুসেলডর্ফের মেরকুর স্পিল-অ্যারেনায় সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড। নিজেদের আগের ম্যাচে ডিফেন্ডিং ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের ২-০ গোলে বিধ্বস্ত করে বিশ্বকে চমকে দিয়েছিল সুইস ফুটবল দল। সুইজারল্যান্ড এখন ইংল্যান্ডকে হারিয়ে ইউরো ২০২৪-এর সেমিফাইনালে উঠতে চাইবে। কয়েক সপ্তাহ আগেও ইংল্যান্ড সুইজারল্যান্ডের মুখোমুখি হতে পারত আত্মবিশ্বাস নিয়ে কারণ এই দলটির বিপক্ষে ২৭ বারের সাক্ষাতে মাত্র তিনবার হেরেছে সেটিও ১৯৮১ সালে। তবে মুরাত ইয়াকিনের দল অবশ্য এমন ধারাবাহিকতা ও আত্মবিশ্বাস নিয়ে খেলেছে যা সাউথগেটের ইংল্যান্ডে একদম নেই। France vs Portugal, Euro Quarterfinals 2024: ইউরো থেকে ছিটকে গেল রোনালদোর পর্তুগাল, সেমিফাইনালে ফ্রান্স

কবে, কোথায় আয়োজিত হবে ইংল্যান্ড বনাম সুইজারল্যান্ড, কোয়ার্টার ফাইনাল, ইউরো ২০২৪ ম্যাচ?

৬ জুলাই ডুসেলডর্ফের মেরকুর স্পিল-অ্যারেনায় (Merkur Spiel-Arena, Dusseldorf) ইউরো ২০২৪, কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড বনাম সুইজারল্যান্ড।

কখন থেকে শুরু হবে ইংল্যান্ড বনাম সুইজারল্যান্ড, কোয়ার্টার ফাইনাল, ইউরো ২০২৪ ম্যাচ?

ইংল্যান্ড বনাম সুইজারল্যান্ড, কোয়ার্টার ফাইনাল, ইউরো ২০২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৯ঃ৩০টায় এবং বাংলাদেশ সময় রাত ১০টায়।

জেনে নিন টিভিতে কোথায় ইংল্যান্ড বনাম সুইজারল্যান্ড, কোয়ার্টার ফাইনাল, ইউরো ২০২৪ ম্যাচ

সরাসরি টিভিতে ইংল্যান্ড বনাম সুইজারল্যান্ড, কোয়ার্টার ফাইনাল, ইউরো ২০২৪ ম্যাচ ভারতে সম্প্রচার করা হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network) এবং বাংলাদেশে সোনি সিক্সে (Sony Six) দেখানো হবে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম সুইজারল্যান্ড, কোয়ার্টার ফাইনাল, ইউরো ২০২৪ ম্যাচ

সোনি-লিভ (Sony-Liv) অ্যাপ ও ওয়েবসাইটে ইংল্যান্ড বনাম সুইজারল্যান্ড, কোয়ার্টার ফাইনাল, ইউরো ২০২৪ ম্যাচ সরাসরি দেখা যাবে।