মুম্বই সিটি এফসি গত চার ম্যাচে দারুণ ফর্মে রয়েছে। এখন শুক্রবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে (Yuba Bharati Krirangan) ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে তারা। ইন্ডিয়ান সুপার লিগের এই মরশুমে বেশ কিছু সহজ গোলের সুবাদে দুরন্ত ফর্মে রয়েছে দেস বাকিংহামের (Des Buckingham) দল। ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে আইএসএল টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা। মুম্বইই একমাত্র দল যারা এই মরসুমে ইন্ডিয়ান সুপার লিগে কোনও ম্যাচ হারেনি। ২০২২-২৩ মরশুমে ইস্টবেঙ্গলের ধারাবাহিকতা নেই, গত ম্যাচে হায়দরাবাদের কাছে ২-০ গোলে হেরেছিল তারা। চলতি মরশুমে ৯ ম্যাচে মাত্র ৯ পয়েন্ট নিয়ে আইএসএল টেবলে আট নম্বরে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। এই মরশুমে ইস্টবেঙ্গল যেমন একটা বিপর্যস্ত পরিস্থিতি তৈরি করতে চাইবে, তেমনই মুম্বইও চাইবে তাদের অপরাজিত ধারা বজায় রাখতে।
কবে, কোথায় আয়োজিত হবে ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি মোহনবাগান ম্যাচ?
আজ ১৬ ডিসেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে,(Yuba Bharati Krirangan)মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মুম্বই সিটি ।
কখন থেকে শুরু হবে ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি ম্যাচ?
ইন্ডিয়ান সুপার লিগে ওইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটির ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে এবং জিওটিভি (JioTV) অ্যাপে।
Victory would be on the visitors’ minds while the hosts aim to register their first-ever home win in the #HeroISL tonight!#EastBengalFC or @MumbaiCityFC - who will achieve their 🎯 in #EBFCMCFC?#LetsFootball | 7 PM | Star Sports Network/Disney+Hotstar/Jio TV pic.twitter.com/KRQANw03TC
— Star Sports Football (@StarFootball) December 16, 2022