আজ ১৯ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গলের (East Bengal) মুখোমুখি হবে মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। মুম্বইয়ের মুম্বই ফুটবল অ্যারেনা (Mumbai Football Arena, Mumbai) ম্যাচটি অনুষ্ঠিত হবে। শেষ সাক্ষাতে লিগ শিল্ডজয়ীরা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ০-৩ গোলের সহজ জয় নিশ্চিত করেছিল। গত ম্যাচে প্রথম হারের পর এবার মাঠে নামবে মুম্বই। অন্যদিকে, কলকাতা ডার্বির জয়ের ট্র্যাকে ফিরতে বেশ মরিয়া ইস্টবেঙ্গল, কিন্তু তাঁদের লড়াই টেবল-টপারদের বিরুদ্ধে। এই মুহূর্তে ১৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে ইস্টবেঙ্গল। শেষ দুই ম্যাচে কোনো জয় লাভ করতে পারেনি লাল-সবুজ ব্রিগেড।
𝗠𝗔𝗧𝗖𝗛𝗗𝗔𝗬 🔴🟡
It’s the season’s last #HeroISL match on the road. All set to take on the Islanders at the Mumbai Football Arena today! ✊
আজ আমাদের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। যুদ্ধং দেহী! #JoyEastBengal #HeroISL #EastBengalFC #IndianFootball #MCFCEBFC #আমাগোমশাল pic.twitter.com/WgybvAJKCf— East Bengal FC (@eastbengal_fc) February 19, 2023
কবে, কোথায় আয়োজিত হবে ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি এফসি?
মুম্বইয়ের মুম্বই ফুটবল অ্যারেনা (Mumbai Football Arena, Mumbai) ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি এফসির ম্যাচ আয়োজিত হবে।
কখন থেকে শুরু হবে ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি এফসি?
ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি এফসির ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে এবং জিওটিভি (JioTV) অ্যাপে।