East Bengal vs Kerala Blasters Result: কেরালার বিপক্ষে ৪-২ গোলের জয়ে বেঁচে রইল ইস্টবেঙ্গলের প্লে-অফের আশা
East Bengal vs Kerala Blasters (Photo Credit: East Bengal/ X)

বুধবার নেহরু স্টেডিয়ামে আইএসএলে (ISL) হোম দলের জন্য পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠার রাতে নয় জনের কেরালা ব্লাস্টার্সকে (Kerala Blasters) ৪-২ গোলে হারিয়েছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। ইস্টবেঙ্গলের গোলরক্ষক প্রভসুখন সিংকে পরাস্ত করে ফাঁকা জালে গোল করা ফেডর সেরনিচ ২৩ মিনিটেই কেরালাকে লিড এনে দিলেও ঘরের মাঠে শেষ ম্যাচে ব্লাস্টার্সের জন্য বাকি ম্যাচের নাটকীয়তা তখনও বাকি। প্রথমে দ্বিতীয় হলুদ কার্ডে মাঠ ছাড়েন জেকসন সিং এবং কিছুক্ষণ পর পেনাল্টিতে গোল করে খেলা সমতায় ফেরান ইস্টবেঙ্গলের সাউল ক্রেসপো। ৭১ মিনিটে স্প্যানিয়ার্ড সাউল ফের গোল করে লাল-হলুদ ব্রিগেডকে লিড এনে দেন এবং কয়েক মিনিট পরেই ব্লাস্টার্সের ডিফেন্ডার নোয়াচা সিং সিকে আমান লাল কার্ডে মাঠ ছাড়েন এবং কেরালার দল নয় জনে নেমে আসে। দশ মিনিট পর দাইসুকে সাকাইয়ে এবং ইস্টবেঙ্গল সেন্টার-ব্যাক হিজাজি মাহেরও আত্মঘাতী গোলে যখন ব্যবধান ৩-২ তখন নাওরেম মহেশ গোল করে দলকে জয় এনে দেন। Bindyarani Devi: ভারোত্তলন বিশ্বকাপে ভারতের প্রথম পদক জিতলেন বিন্দ্যরানি দেবী

এই মুহূর্তে ২০ ম্যাচে ৫টি জয়, ৬টি ড্র এবং ৯ টি পরাজয় নিয়ে সপ্তম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল এফসি। আগামী ম্যাচে ৭ এপ্রিল বেঙ্গালুরুর মুখোমুখি হবে ইস্টবেঙ্গল।

দেখুন ভিডিও হাইলাইটস