East Bengal vs Diamond Harbour, Durand Cup Semis 2025 Live Streaming: শুরু হয়েছে ডুরান্ড কাপ (Durand Cup) টুর্নামেন্টের ১৩৪তম সংস্করণ। আজ, ২০ আগস্ট দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল (East Bengal) এবং ডায়মন্ড হারবার (Diamond Harbour) । কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan, Kolkata) আয়োজিত হয়েছে এই ম্যাচ। ইস্টবেঙ্গল টুর্নামেন্টের অন্যতম ফেভারিট, তাদের সামনে এইবারই অভিষেক করা ডায়মন্ড হারবারের বিপক্ষে খেলবে। বিজয়ী দল ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে। ইস্টবেঙ্গল কলকাতা ডার্বিতে প্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিরুদ্ধে ২-১ জয় নিয়ে সেমিফাইনালের জন্য তাদের জায়গা নিশ্চিত করে। লাল-হলুদ ব্রিগেড ক্যালকাটা ফুটবল লিগের (সিএফএল) জয়ের পর টানা ডার্বি জয় নিশ্চিত করেছে। অন্যদিকে, ২০২২ সালে প্রতিষ্ঠিত আই-লিগের এই দল ডায়মন্ড হারবার এই প্রতিযোগিতার অন্যতম চমক। তারা কোয়ার্টারফাইনালে শক্তিশালী জামশেদপুর এফসিকে ২-০ গোলে পরাজিত করে শেষ চারে জায়গা করে নিয়েছে। AIFF on Subhasish Bose: জাতীয় দায়িত্বে চোট পাননি মোহনবাগানের শুভাশিষ বোস, দাবি সর্বভারতীয় ফুটবলের
ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার, ডুরান্ড কাপ সেমিফাইনাল ২০২৫
Two teams. One dream. 🔥
Semi-Final showdown: DHFC 🆚 EEBFC at VYBK!#DHFCEEBFC #SF2 #134thEditionofIndianOilDurandCup #PoweredBySBIandCoalIndia #DurandCup2025 #ManyChampionsOneLegacy #IndianFootball pic.twitter.com/dtLBFICOOF
— Durand Cup (@thedurandcup) August 20, 2025
ডুরান্ড কাপ ২০২৫-এর সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার, ডুরান্ড কাপ সেমিফাইনালের ম্যাচ?
২০ আগস্ট কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan, Kolkata) আয়োজিত হবে ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার, ডুরান্ড কাপ সেমিফাইনালের ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার, ডুরান্ড কাপ সেমিফাইনালের ম্যাচ?
ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার, ডুরান্ড কাপ সেমিফাইনালের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার, ডুরান্ড কাপ সেমিফাইনালের ম্যাচ
ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার, ডুরান্ড কাপ সেমিফাইনালের ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে Sony TEN 2 এবং Sony TEN 2 HD TV চ্যানেলে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার, ডুরান্ড কাপ সেমিফাইনালের ম্যাচ
ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার, ডুরান্ড কাপ সেমিফাইনালের ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে Sony-LIV অ্যাপে।