East Bengal FC (Photo Credit: East Bengal/ X)

ইন্ডিয়ান সুপার লিগে খারাপ পারফরম্যান্স সত্ত্বেও কলিঙ্গ সুপার কাপে যাত্রা ভালভাবেই শুরু করেছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। সুপার কাপে তাদের উদ্বোধনী খেলায় ৩-২ ব্যবধানে জয়লাভ করে লাল-হলুদ। কলিঙ্গ সুপার কাপের আজকের ম্যাচে শ্রীনিদি ডেকানের (Sreenidi Deccan) মুখোমুখি হওয়ার সময় ইস্টবেঙ্গল তাদের দুর্দান্ত ফর্ম অব্যাহত রাখতে চাইবে। ইস্ট বেঙ্গল তাদের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্রভাবশালী শুরু করে, প্রথমার্ধের শুরুতে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি হলেও খারাপ ফিনিশিংয়ের কারণে দুটি সুযোগই নষ্ট হয়ে যায়। শেষ পর্যন্ত ৩৩তম মিনিটে ক্লিটন সিলভা (Cleiton Silva) দুর্দান্ত ভলি দিয়ে অচলাবস্থা ভাঙেন। হাফটাইমের শুরুতে হায়দরাবাদকে এফসিকে ম্যাচে ফিরিয়ে আনেন রামলুঞ্চুঙ্গা। এরপর সিলভা আরও একবার এগিয়ে আসেন এবং দ্বিতীয়বারের মতো ইস্ট বেঙ্গল লিড নেয়। ৭৮তম মিনিটে নিজাম সমতা ফেরালেও জবাব দিতে কয়েক সেকেন্ড সময় নেয় ইস্ট বেঙ্গল। অবশেষে জয় আসে লাল-হলুদের ঝুলিতেই। Kalinga Super Cup Live Streaming: মোহনবাগান সুপার জায়ান্ট বনাম হায়দরাবাদ এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪; সরাসরি দেখবেন যেখানে

কবে, কোথায় আয়োজিত হবে ইস্টবেঙ্গল এফসি বনাম শ্রীনিদি ডেকান, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ?

১৪ জানুয়ারি ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে (Kalinga Stadium, Bhubaneswar) আয়োজিত হবে ইস্টবেঙ্গল এফসি বনাম শ্রীনিদি ডেকান, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ।

কখন থেকে শুরু হবে ইস্টবেঙ্গল এফসি বনাম শ্রীনিদি ডেকান, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ?

ইস্টবেঙ্গল এফসি বনাম শ্রীনিদি ডেকান, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ইস্টবেঙ্গল এফসি বনাম শ্রীনিদি ডেকান, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ

সরাসরি টিভিতে ইস্টবেঙ্গল এফসি বনাম শ্রীনিদি ডেকান, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইস্টবেঙ্গল এফসি বনাম শ্রীনিদি ডেকান, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ

সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।