East Bengal FC vs FC Goa, ISL 2024-25: ইস্টবেঙ্গল এফসি এখনও ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ২০২৪-২৫ মরসুমে তাদের প্রথম জয়ের মুখ দেখেনি, সেই জয়ের সন্ধানে তারা আজ, শুক্রবার ২৭ সেপ্টেম্বর এফসি গোয়ার মুখোমুখি হতে চলেছে। ইস্টবেঙ্গল ও এফসি গোয়ার মধ্যে আইএসএলের ম্যাচটি হবে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। এফসি গোয়া এই মুহূর্তে আইএসএল টেবিলের নবম স্থানে রয়েছে। এখন পর্যন্ত দুই ম্যাচ থেকে এক পয়েন্ট পেয়েছে তারা। প্রতিযোগিতায় ইস্টবেঙ্গল তাদের দুটি ম্যাচই হেরেছে। কলকাতার জায়ান্টরা এখন পয়েন্ট তালিকার ১২তম স্থানে রয়েছে। এফসি গোয়ার বিরুদ্ধে জয় নিয়েই আইএসএলে ঘুরে দাঁড়াতে চাইবে লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গল এফসি মোট আটবার এফসি গোয়ার মুখোমুখি হয়েছে। ইস্টবেঙ্গল পাঁচবার হেরেছে এবং জয় নিশ্চিত করেছে। বাকি দুই ম্যাচ ড্র হয়েছে।
ইস্টবেঙ্গল এফসি বনাম এফসি গোয়া, আইএসএল ২০২৪-২৫
This matchday poster celebrates our long and cherished association with footballers from Goa! ❤️💛
Let's make the season's first #ISL home match special, #AmagoFans! 🫂🏠
Watch #EBFCFCG live on JioCinema & Sports18-3. 📺#JoyEastBengal #EastBengalFC pic.twitter.com/JJrHyaxABT
— East Bengal FC (@eastbengal_fc) September 27, 2024
কবে, কোথায় আয়োজিত হবে ইস্টবেঙ্গল এফসি বনাম এফসি গোয়া, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ?
২৭ সেপ্টেম্বর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan, Kolkata) আয়োজিত হবে ইস্টবেঙ্গল এফসি বনাম এফসি গোয়ার ম্যাচ।
কখন থেকে শুরু হবে ইস্টবেঙ্গল এফসি বনাম এফসি গোয়া, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ?
ইস্টবেঙ্গল এফসি বনাম এফসি গোয়া, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ইস্টবেঙ্গল এফসি বনাম এফসি গোয়া, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ
সরাসরি টিভিতে ইস্টবেঙ্গল এফসি বনাম এফসি গোয়া, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইস্টবেঙ্গল এফসি বনাম এফসি গোয়া, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ
ইস্টবেঙ্গল এফসি বনাম এফসি গোয়া, আইএসএল ২০২৪-২৫ সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।