শুক্রবার বেঙ্গালুরুর (Bengaluru FC) মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) হবে ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ। এবারের ইন্ডিয়ান সুপার লিগে এখনও পর্যন্ত মাত্র তিনটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল। শেষবার ইন্ডিয়ান সুপার লিগে মুম্বই সিটি এফসি-র (Mumbai City FC) কাছে ০-৩ গোলে হেরেছিল রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড। এদিকে, অষ্টম স্থানে থাকা বেঙ্গালুরু এফসিও গতবারের চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসির কাছে ০-৩ গোলে হারার পর মাঠে নামবে।
কবে, কোথায় আয়োজিত হবে ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি?
কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) বেঙ্গালুরুর (Bengaluru FC) মুখোমুখি হবে ইস্টবেঙ্গল (East Bengal FC)।
কখন থেকে শুরু হবে ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি?
ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে এবং জিওটিভি (JioTV) অ্যাপে।
The away team seems to be overpowering the home team whenever #EBFCBFC meet in the #HeroISL 2022-2023
Will East Bengal succeed in breaking this streak? #LetsFootball | Tonight, 7 PM | Star Sports 1/1HD/3/1 Hindi/1HD Hindi/Disney+ Hotstar & Jio TV pic.twitter.com/CrAm6SsKAg
— Star Sports Football (@StarFootball) December 30, 2022