Durand Cup Quarter Final (Photo Credit: X@thedurandcup)

১৩৪তম ডুরাণ্ড কাপ ফুটবলের  কোয়ার্টার ফাইনালেই হচ্ছে কলকাতা ডার্বি।  গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর গতকাল যে  লটারি  হয়, তাতে স্থির হয়েছে আগামী রবিবার  ১৭ আগস্ট সন্ধ্যে ৭টায়, যুবভারতী ক্রীড়াঙ্গনে , চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখিহচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী মোহন বাগান ও ইস্টবেঙ্গল। বাংলার আরেক দল ডায়মন্ড হারবারএফসি ঐ একই দিনই জামশেদপুরে, বিকেল ৪টের সময় তৃতীয় কোয়ার্টারফাইনালে মুখোমুখি হবে জামশেদপুর এফসি-র।১৬ আগস্ট, শিলংয়ে প্রথমকোয়ার্টার ফাইনালে শিলং লাজং এফসি খেলবে ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে এবং কোকরাঝাড়ে,দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে বড়োল্যান্ড এফসি ওনর্থইস্ট ইউনাইটেড এফসি।

কবে কোথায় হবে শেষ চারের লড়াই

মঙ্গলবার ডুরান্ড কাপ ২০২৫- এর গ্রুপ পর্বএর  শেষ ম্যাচে ইন্ডিয়ান নেভি এফটি এবং বোডোলন্ড এফসি তাদের শেষ গ্রুপ পর্বের খেলায় জয়ের মাধ্যমে কোয়ার্টার ফাইনালে উঠেছে।১৬ আগস্ট, শনিবার বিকেল ৪টায় শিলং লাজং-এর ঘরের মাঠে নৌবাহিনীর মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে শেষ আটের খেলা শুরু করবে ।

ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের সম্পূর্ণ সূচি :

প্রথম কোয়ার্টারের প্রথম ম্যাচ:-শিলং লাজং এফসি বনাম ইন্ডিয়ান নেভি এফটি - জওহরলাল নেহেরু স্টেডিয়াম, শিলং | ১৬ আগস্ট | বিকাল ৪:০০ টা

কোয়াটার ফাইনাল ২ : বোডোল্যান্ড এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি - । ১৬ আগস্ট | সন্ধ্যা ৭টা।

তৃতীয় কোয়ার্টার ফাইনাল: জামশেদপুর এফসি বনাম ডায়মন্ড হারবার এফসি - জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স, জামশেদপুর | ১৭ আগস্ট | বিকাল ৪:০০ টা

চতুর্থ কোয়ার্টার ফাইনাল: ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সুপার জায়ান্ট - বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা | ১৭ আগস্ট | সন্ধ্যা ৭:০০ টা