ভারতের ঘরোয়া ফুটবল ক্যালেন্ডারের সিজন ওপেনিং টুর্নামেন্ট ডুরান্ড কাপ ৩ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভারতীয় সশস্ত্র বাহিনীর (Indian Armed forces) আয়োজনে ডুরান্ড কাপ প্রথম ১৮৮৮ সালে শিমলায় অনুষ্ঠিত হয়। এটি বিশ্বের তৃতীয় প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা। ১৩২তম ডুরান্ড কাপ ২০২৩-এ ২৪টি দল খেলছে। এই প্রতিযোগিতায় ইন্ডিয়ান সুপার লিগ, আই লিগ এবং সশস্ত্র বাহিনীর দল রয়েছে। চলতি মরসুমে নেপাল ও বাংলাদেশ থেকে সেনাবাহিনীর দল অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ ২০২৩ ডুরান্ড কাপের সেমিফাইনালে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট ও এফসি গোয়া। কলকাতার সল্টলেক স্টেডিয়াম ম্যাচটি অনুষ্ঠিত হবে। দুই দলই সেমিফাইনালে ওঠার জন্য ভিন্ন ভিন্ন পথ বেছে নিয়েছে। তবে তারা দু'দলই দুর্দান্ত পারফরমেন্স করেছে। গুয়াহাটিতে গৌরদের হারিয়ে 'ডি' গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে মনোলো মার্কেজরা। কোয়ার্টার ফাইনালে চেন্নাইয়িনকে ৪-১ গোলে পরাজিত করে তাঁরা। গ্রুপ পর্বে ইমামি ইস্টবেঙ্গলের কাছে হেরে 'এ' গ্রুপে দ্বিতীয় হয়েছে সবুজ-মেরুন। মুম্বই সিটি এফসি-কে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করায় দলের প্রতি আস্থা ফিরে এসেছে। BAN vs SL, Asia Cup 2023 Live Streaming: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, এশিয়া কাপ ২০২৩, সরাসরি দেখবেন যেখানে (ভারত এবং বাংলাদেশ)
মোহনবাগানের সম্ভাব্য একাদশ: বিশাল কাইথ, আশিস রাই, ব্রেন্ডন হামিল, আনোয়ার আলি, শুভাশিস বসু, গ্ল্যান মার্টিন্স, অনিরুদ্ধ থাপা, মনবীর সিং, সাহল আবদুল সামাদ, জেসন কামিংস, হুগো বোমাস।
গোয়ার সম্ভাব্য একাদশ: হৃত্বিক তিওয়ারি, লিয়েন্ডার ডি'কুনহা, ওদেই ওনাইন্ডিয়া, সন্দেশ ঝিঙ্গান, সানসন পেরেইরা, আয়ুষ দেব ছেত্রী, রাওলিন বোর্গেস, উদান্ত সিং, মহম্মদ নেমিল, নোয়াহ সাদৌই, কার্লোস মার্টিনেজ।
On a mission 💪
We face FC Goa in the Durand Cup Semis at the VYBK today evening! Be there to cheer us on!#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/f4Pt9NiuYb
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 31, 2023
কবে, কোথায় আয়োজিত হবে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম এফসি গোয়া, ডুরান্ড কাপ সেমিফাইনাল ম্যাচ?
৩১ আগস্ট কলকাতার সল্টলেক স্টেডিয়াম (Vivekananda Yuba Bharati Krirangan, Kolkata) ডুরান্ড কাপের সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট ও এফসি গোয়া।
কখন থেকে শুরু হবে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম এফসি গোয়া, ডুরান্ড কাপ সেমিফাইনাল ম্যাচ?
মোহনবাগান সুপার জায়ান্ট বনাম এফসি গোয়া, ডুরান্ড কাপ সেমিফাইনাল ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬ঃ০০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন মোহনবাগান সুপার জায়ান্ট বনাম এফসি গোয়া, ডুরান্ড কাপ সেমিফাইনাল ম্যাচ
সরাসরি টিভিতে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম এফসি গোয়া, ডুরান্ড কাপ সেমিফাইনাল ম্যাচ দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন মোহনবাগান সুপার জায়ান্ট বনাম এফসি গোয়া, ডুরান্ড কাপ সেমিফাইনাল ম্যাচ
মোহনবাগান সুপার জায়ান্ট বনাম এফসি গোয়া, ডুরান্ড কাপ সেমিফাইনাল সরাসরি অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ (Sony-Liv) অ্যাপে।