ভারতের ঘরোয়া ফুটবল ক্যালেন্ডারের সিজন ওপেনিং টুর্নামেন্ট ডুরান্ড কাপ ৩ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভারতীয় সশস্ত্র বাহিনীর (Indian Armed forces) আয়োজনে ডুরান্ড কাপ প্রথম ১৮৮৮ সালে শিমলায় অনুষ্ঠিত হয়। এটি বিশ্বের তৃতীয় প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা। ১৩২তম ডুরান্ড কাপ ২০২৩-এ ২৪টি দল খেলছে। এই প্রতিযোগিতায় ইন্ডিয়ান সুপার লিগ, আই লিগ এবং সশস্ত্র বাহিনীর দল রয়েছে। চলতি মরসুমে নেপাল ও বাংলাদেশ থেকে সেনাবাহিনীর দল অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ ২০২৩ ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এফসি ও মোহনবাগান সুপার জায়ান্ট। কলকাতার সল্টলেক স্টেডিয়াম ম্যাচটি অনুষ্ঠিত হবে। ১২ অগস্ট টুর্নামেন্টের গ্রুপ পর্বে দু'দলের দ্বৈরথের পর এই ব্লকবাস্টার ম্যাচই হবে মরসুমের দ্বিতীয় কলকাতা ডার্বি। Kolkata Derby Tickets: কলকাতা ডার্বির আগে টিকিটের অভাবে ময়দান রোড অবরোধ সমর্থকদের (দেখুন ভিডিও)
দু'টি ক্লাবই ভারতীয় ফুটবল সার্কিটে আধিপত্য বিস্তার করেছে, প্রত্যেকে ১৬ বার ডুরান্ড কাপের শিরোপা জিতেছে। সেমিফাইনালে এফসি গোয়াকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করল মোহনবাগান সুপার জায়ান্ট। অন্যদিকে ইস্টবেঙ্গল ২-২ গোলে ম্যাচ শেষ হওয়ার পর কলকাতায় নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে পেনাল্টি শুটআউটে উত্তেজনাপূর্ণ জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে। এর আগে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল দুই দল। ১-০ গোলে জিতেছিল ইস্টবেঙ্গল। চার বছরের মধ্যে এটাই তাদের প্রথম জয়। শেষবার ২০০৪ সালে ফাইনালে খেলেছিল ইস্টবেঙ্গল। তারপর মোহনবাগানকে ২-১ গোলে হারিয়েছিল তারা। অন্যদিকে, আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল ২০০০ সালে। এরপর তারা ২০০৪, ২০০৯ এবং ২০১৯ সালে তিনবার ফাইনালে ওঠে কিন্তু জয় নিশ্চিত করতে পারেনি।
It's the D-Day. Get ready to witness the Historic Final of #132ndEditionofIndianOilDurandCup where @eastbengal_fc takes on @mohunbagansg for the 11th time, fighting for the title. pic.twitter.com/ParPXt8QUC
— Durand Cup (@thedurandcup) September 3, 2023
কবে, কোথায় আয়োজিত হবে ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট, ডুরান্ড কাপ ফাইনাল ম্যাচ?
৩ সেপ্টেম্বর কলকাতার সল্টলেক স্টেডিয়াম (Vivekananda Yuba Bharati Krirangan, Kolkata) ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এফসি ও মোহনবাগান সুপার জায়ান্ট।
কখন থেকে শুরু হবে ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট, ডুরান্ড কাপ ফাইনাল ম্যাচ?
ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট, ডুরান্ড কাপ ফাইনাল ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৪ টেয়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট, ডুরান্ড কাপ ফাইনাল ম্যাচ
সরাসরি টিভিতে ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট, ডুরান্ড কাপ ফাইনাল ম্যাচ দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট, ডুরান্ড কাপ ফাইনাল ম্যাচ
ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট, ডুরান্ড কাপ ফাইনাল সরাসরি অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ (Sony-Liv) অ্যাপে।