আগামী ১৯ জানুয়ারি ইংলিশ প্রিমিয়ার লিগে (Premier League) ম্যানচেস্টার ইউনাইটেডের (Manchester United) মুখোমুখি হবে ক্রিস্টাল প্যালেস (Crystal Palace)। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির (Manchester City) কাছে হেরেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। লিগে টানা পঞ্চম জয় পেল এরিক টেন হ্যাগের (Erik ten Hag) দল। এই মুহূর্তে টেবিলের চার নম্বরে থাকা ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ফেভারিট হিসেবে মাঠে নামবে তারা। বৃহস্পতিবার জিতলেই টেবিলের দ্বিতীয় স্থানে উঠে যাবে তারা। অ্যারন ওয়ান-বিসাকা (Aaron Wan-Bissaka), লিসান্দ্রো মার্টিনেজের (Lisandro Martinez) মতো তারকাদের উপর অনেকখানি ভরসা করবে রেড ডেভিলরা। অন্যদিকে ঘরের মাঠে ইউনাইটেডের জয়ের ধারা ভেঙে দেওয়ার আশায় থাকবে ক্রিস্টাল প্যালেস। চেলসির কাছে ১-০ গোলে হেরে আজ মাঠে নামবে তাঁরা।
ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেস বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যাচটি অনুষ্ঠিত হবে ।
কবে, কোথায় আয়োজিত হবে ক্রিস্টাল প্যালেস বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেড?
১৯ জানুয়ারি, সেলহার্স্ট পার্ক, লন্ডনে (Selhurst Park, London) ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে ক্রিস্টাল প্যালেস।
কখন থেকে শুরু হবে ক্রিস্টাল প্যালেস বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেড?
প্রিমিয়ার লিগের ক্রিস্টাল প্যালেস বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ১ঃ৩০-এ (আজ) ।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে।
As we move closer to the end of #GW20, we’re all set for a crucial match for both the teams, which will determine their position on the #PL table.#PassionUnlimited #CRYMUN pic.twitter.com/a4n2I6mCvB
— Star Sports Football (@StarFootball) January 18, 2023