সেয়ানে সেয়ানে লড়াইয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো (Cristiano Ronaldo) ও লিওনেল মেসির (Lionel Messi) মধ্যে কে সেরা সেটা নিয়ে সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে লড়াই চললেও এই প্রজন্মের দুই সেরা ফুটবলারকে একই দলে একসঙ্গে খেলতে দেখার স্বপ্নও দেখেছেন অনেকে। শুনতে অবিশ্বাস্য লাগলেও ২০২৫ সালে আল নাসরের (Al Nassr) সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ক্রিশ্চিয়ানো রোনালদো ইন্টার মিয়ামিতে (Inter Miami) লিওনেল মেসির সঙ্গে যোগ দিতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। ক্রিশ্চিয়ানো রোনালদো ক্লাবে আসার পর থেকে আল নাসর অনেক খেলোয়াড়ের পেছনে প্রচুর বিনিয়োগ করেছে। পর্তুগিজ সুপারস্টারকে মোটা অঙ্কের পারিশ্রমিকও দিচ্ছে আরবের দল। গুঞ্জন উঠেছে, ক্লাবের বর্তমান পরিস্থিতি নিয়ে খুশি নন রোনালদো। সৌদিতে তাদের ভবিষ্যৎ নিয়েও তিনি আত্মবিশ্বাসী নয়। আল-নাসর তার মেগাস্টার খেলোয়াড়কে ঘিরে পরিস্থিতি পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে। তারা জানিয়েছে যে এই গুজব সত্য নয়। U23 Asian Cup Final: অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের ফাইনালে উজবেকিস্তানকে হারিয়ে শিরোপা জয় জাপানের
সাংবাদিক আহমেদ আ-জাদির (Ahmed A-Jadi) মতে, ২০২৫ গ্রীষ্মকালীন মরসুমে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত রোনালদো থাকবেন। এর মধ্য দিয়ে অন্য ক্লাবগুলোকে নিয়ে সব গুঞ্জনের অবসান ঘটিয়েছে আল নাসর। গত কয়েকদিন ধরে চলা রোনালদোর ইন্টার মায়ামি চলে যাওয়ার ব্যাপারও রয়েছে। যদিও রোনালদো নিজেই ইঙ্গিত দিয়েছেন যে তিনি ফুটবল খেলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন, তার পরবর্তী পদক্ষেপ এখনও একটি রহস্য। প্রিমিয়ার লিগ থেকে সৌদি প্রো লিগে অভিষেকেই বিশ্বকে চমকে দিয়েছিলেন রোনালদো। আবারও একই ট্রিক খেলে ইন্টার মিয়ামিতে লিওনেল মেসির সঙ্গে করমর্দন করতে পারেন তিনি। প্রায় দুই দশক ধরে ফুটবল বিশ্বে নিজেদের ছাপ রেখেছেন এই দুই মহাতারকা। সমর্থকরা তাদের একই দলে একসঙ্গে খেলতে দেখতে চাইবে এটা চরম সত্যি।