Argentina Football Team (Photo Credit: @sudanalytics_/ X)

আগামী ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য কোপা আমেরিকার (Copa America 2024) স্কোয়াডের আকার ২৩ থেকে বাড়িয়ে ২৬ করা হয়েছে বলে জানিয়েছে টুর্নামেন্টের আয়োজক কনফেডারেশন কনমেবল (CONMEBOL)। এক বিবৃতিতে কনমেবল জানিয়েছে, রোস্টারে প্রতিটি দল প্রতিযোগিতায় সর্বাধিক ২৬ জন খেলোয়াড় দলে করতে পারে এবং ইভেন্টের সংস্থার আওতাভুক্ত প্রতিনিধি দলে মোট ৫০ জন ব্যক্তি রাখতে পারে। রেগুলেশনের ৫৮ অনুচ্ছেদ অনুসারে সমস্ত খেলোয়াড়কে (২৬ জন খেলোয়াড়) অবশ্যই ৫ মে, ২০২৪ প্যারাগুয়ের সময় সন্ধ্যা ৬:০০ টা-এর মধ্যে জমা দেওয়া অস্থায়ী তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে এই সিদ্ধান্তের বিষয়ে একমত হয়েছেন টুর্নামেন্টের আয়োজক প্রতিষ্ঠান কনমেবলের প্রতিনিধিরা। Sportsmen Help in Brazil Flood: বন্যা কবলিতদের সাহায্যে অলিম্পিকের স্বপ্ন বিসর্জন ব্রাজিল অ্যাথলিটদের, এগিয়ে এলেন চেলসি তারকাও

একনজরে ড্র

১৯১৬ সালে শুরু হওয়া কোপা আমেরিকা বিশ্বের প্রাচীনতম অপারেশনাল মহাদেশীয় টুর্নামেন্ট এবং বছরের পর বছর ধরে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন নির্ধারণ করেছে। গত বছর অবশ্য উত্তর আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফ (CONCACAF) কনমেবলের সঙ্গে যৌথভাবে টুর্নামেন্ট আয়োজন করে। ফলে ৪৮তম আসরে উত্তর আমেরিকা থেকে ছয়টিসহ মোট ১৬টি দল অংশ নেবে। লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন এবং ২১ জুন তাদের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা রক্ষা শুরু করবে।