বৃহস্পতিবার (১১ জুলাই) মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে কোপা আমেরিকা ২০২৪ (Copa America 2024)-এর সেমিফাইনালে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে কলম্বিয়া। আগামী রবিবার মিয়ামিতে মহাদেশীয় টুর্নামেন্টের ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা। হাজার হাজার সমর্থকের সামনে উত্তেজনাপূর্ণ জয় উদযাপন করার সময় কলম্বিয়ার খেলোয়াড়দের চোখে ছিল জল। ২০০১ সালের পর কলম্বিয়া যখন প্রথমবারের মতো কোপা আমেরিকার ফাইনালে উঠেছে তখন বড় ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও প্রাক-টুর্নামেন্ট ফেভারিট আর্জেন্টিনার মুখোমুখি হলে কলম্বিয়া ইতিহাস গড়তে পারবে কিনা সেটা দেখার। ম্যাচের কথা বলতে গেলে সেমিফাইনালের ৪৫ মিনিট পর্যন্ত ১০ জনে নেমে এলেও শেষ বাঁশি বাজার আগে পর্যন্ত ১-০ ব্যবধানে এগিয়ে থাকতে সক্ষম হয় কলম্বিয়া। Argentina vs Canada, Copa America Semifinal 2024: মেসির গোলে কানাডাকে হারিয়ে কোপা ফাইনালে আর্জেন্টিনা, দেখুন ভিডিও হাইলাইটস
দেখুন কলম্বিয়ার গোলের ভিডিও
El GRAN cabezazo de Lerma para el 1-0 😮💨 pic.twitter.com/AT4z0uyQQY
— CONMEBOL Copa América™️ (@CopaAmerica) July 11, 2024
প্রথমার্ধে জেফারসন লেরমার কর্নার থেকে দারুণ এক হেডারে গোল করে কলম্বিয়াকে এগিয়ে দেন। পুরো ম্যাচ জুড়েই দুই দল ছিল প্রচুর আক্রমণাত্মক কারণ খেলোয়াড়রা একে অপরকে ধাক্কা দিতে যার ফলে দুই দল মিলে পায় সাতটি হলুদ কার্ড এবং একটি লাল কার্ড। প্রথমে প্রচুর সময় অপচয় করার মূল্য চোকাতে হয়েছে উরুগুয়েকে। লিভারপুল তারকা ডারউইন নুনেজ প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ মিস করলে তা পরিশোধ করে কলম্বিয়া। হাফ টাইমের ঠিক আগে ১০ জনে নেমে এলে কলম্বিয়ার পক্ষে খেলা সহজেই শেষ হয়।
দেখুন ম্যাচ শেষে ভক্তদের দ্বন্দ্ব
Uruguay players went into the stands after a fight broke out following the final whistle
(via @FOXSoccer) pic.twitter.com/HygTvwxAER
— B/R Football (@brfootball) July 11, 2024