২৮ জানুয়ারি ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) ম্যাচে চেন্নাইয়ান এফসির (Chennayian FC) বিপক্ষে মাঠে নামবে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। শেষ তিন ম্যাচে জয় তুলে নিয়েছে বেঙ্গালুরু। গত সপ্তাহে জামশেদপুর এফসি-কে (Jamshedpur FC) ৩-০ গোলে উড়িয়ে দেয় তারা। প্রধান কোচ সাইমন গ্রেসন (Simon Grayson) খুশি হবেন তাঁর তারকা আক্রমণাত্মক রয় কৃষ্ণাকে (Roy Krishna) ফর্ম ফিরে পেতে দেখে। অন্যদিকে, এই মুহূর্তে প্লে অফ থেকে পাঁচ পয়েন্ট দূরে ম্যারিনা মাচান্স (Marina Machans)। গত সপ্তাহে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) বিরুদ্ধে গোলশূন্য ড্র করার পর চেন্নাইয়ের জয়রথ থেমেছে। তবে এই পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে তারা।
কবে, কোথায় আয়োজিত হবে চেন্নাইয়ান এফসি বনাম বেঙ্গালুরু এফসি?
বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে (Sree Kanteerava Stadium, Bengaluru) চেন্নাইয়ান এফসি বনাম বেঙ্গালুরু এফসির ম্যাচ আয়োজিত হবে।
কখন থেকে শুরু হবে চেন্নাইয়ান এফসি বনাম বেঙ্গালুরু এফসি?
ইন্ডিয়ান সুপার লিগে চেন্নাইয়ান এফসি বনাম বেঙ্গালুরু এফসির ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে এবং জিওটিভি (JioTV) অ্যাপে।
It’s time for a mid-table clash as @ChennaiyinFC visits the Blues’ home ground in Bengaluru!
Tune-in, today, 5:30 PM, on? Star Sports and Disney+Hotstar.#HeroISL #LetsFootball #BFCCFC pic.twitter.com/Yx3hsgNnZQ
— Star Sports Football (@StarFootball) January 28, 2023