Chennai vs Mumbai (Photo Credit: @ChennaiyinFC/ X)

কলিঙ্গ সুপার কাপে বৃহস্পতিবার পঞ্জাব এফসি (Punjab FC)-র বিরুদ্ধে মাঠে নামছে দু'বারের আইএসএল চ্যাম্পিয়ন চেন্নাইয়ান এফসি (Chennaiyin FC)। সাম্প্রতিক বছরগুলিতে অনেক খারাপ সময় কাটানোর পর মেরিনা মাচান্স ওয়েন কোয়েলকে (Owen Coyle) হাল ফেরাতে নিয়োগ করে। তবে স্কটিশ কোচের অধীনেও দলের পারফরম্যান্স তেমন ভালো নয়। আইএসএলের পয়েন্ট তালিকার সপ্তম স্থানে রয়েছে তারা, এই মুহূর্তে তাদের পয়েন্ট মাত্র ১২। গোটা মরসুমে চেন্নাইয়িন যখন চোট সমস্যায় ভুগছে, তখন মরসুমের শেষে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)-র মিডফিল্ডার মোবাশির রহমানকে ট্রান্সফার উইন্ডোতে নিয়ে আশার আলো দেখছে ক্লাবটি। এদিকে, চলতি মরসুমে আইএসএল-এ পদোন্নতি পাওয়া পঞ্জাব এফসি-র অবস্থা বিপন্ন। এই মুহূর্তে টেবিলের ১১ নম্বরে রয়েছে শেরস। তবে তাদের একমাত্র জয় এসেছে চেন্নাইয়িন এফসির বিপক্ষে। Kalinga Super Cup Live Streaming: মুম্বই সিটি এফসি বনাম গোকুলাম এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪; সরাসরি দেখবেন যেখানে

কবে, কোথায় আয়োজিত হবে চেন্নাইয়িন এফসি বনাম পঞ্জাব এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ?

১১ জানুয়ারি ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে (Kalinga Stadium, Bhubaneswar) আয়োজিত হবে চেন্নাইয়িন এফসি বনাম পঞ্জাব এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ।

কখন থেকে শুরু হবে চেন্নাইয়িন এফসি বনাম পঞ্জাব এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ?

চেন্নাইয়িন এফসি বনাম পঞ্জাব এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন চেন্নাইয়িন এফসি বনাম পঞ্জাব এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ

সরাসরি টিভিতে চেন্নাইয়িন এফসি বনাম পঞ্জাব এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন চেন্নাইয়িন এফসি বনাম পঞ্জাব এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ

সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।