আজ ২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ইন্ডিয়ান সুপার লিগে চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC) ঘরের মাঠে নামবে ওড়িশা এফসির (Odisha FC) বিপক্ষে। চেন্নাই এবং ওড়িশা উভয়ই তাদের শেষ লিগ ম্যাচ হেরে আজ মাঠে নামবে। ফলত, সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করতে আগ্রহী হবে দুই দলই। ওড়িশার বিরুদ্ধে জয় চেন্নাইয়ের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা আরও বাড়িয়ে দিতে পারে। গত সপ্তাহে বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC) কাছে ৩-১ গোলে হারের পর চেন্নাইয়িন সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। টমাস ব্রাদারিকের (Thomas Brdaric) দল চাইবে তাদের আবেগী ভক্তদের উল্লাস করার সুযোগ করে দিতে। অন্যদিকে, এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) বিরুদ্ধে হতাশাজনক হার থেকে এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে ওড়িশা। জোসেপ গোম্বাউ (Josep Gombau) চাইবেন চেন্নাইয়িনের বিরুদ্ধে তাঁর দল শীর্ষে থাকুক, কারণ ওড়িশার প্লে-অফের সুযোগ নেই।
কবে, কোথায় আয়োজিত হবে চেন্নাইয়িন এফসি বনাম ওড়িশা এফসি?
চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়াম (Jawaharlal Nehru Indoor Stadium, Chennai) চেন্নাইয়িন এফসি বনাম ওড়িশা এফসির ম্যাচ আয়োজিত হবে।
কখন থেকে শুরু হবে চেন্নাইয়িন এফসি বনাম ওড়িশা এফসি?
ইন্ডিয়ান সুপার লিগে চেন্নাইয়িন এফসি বনাম ওড়িশা এফসির ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে এবং জিওটিভি (JioTV) অ্যাপে।
Both @ChennaiyinFC and @OdishaFC will be looking to gather crucial points as they push for a top 6️⃣ finish when they face off tonight in the #HeroISL⚔️
📰 Match Preview: https://t.co/6xhW16xmrb #CFCOFC #LetsFootball #ChennaiyinFC #OdishaFC pic.twitter.com/XcJXKhLgdT
— Indian Super League (@IndSuperLeague) February 2, 2023