Chennaiyin FC Vs Jamshedpur FC, (Photo Credit: Jamshedpur FC/ X)

Chennaiyin FC vs Jamshedpur FC, ISL 2024-25:  ইন্ডিয়ান সুপার লিগ ২০২৪-২৫ মরসুমে লিগের শেষ ম্যাচে জামশেদপুর এফসির মুখোমুখি হবে চেন্নাইয়িন এফসি। আজ, ৯ মার্চ চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচটি আয়োজিত হবে। ২৩ ম্যাচে মাত্র ২৪ পয়েন্ট নিয়ে চলতি মরসুমে প্লে-অফের রেস থেকে আগেই ছিটকে গেছে চেন্নাইয়িন এফসি। অন্যদিকে, জামশেদপুর এফসি এখনও পর্যন্ত ১২টি ম্যাচ জিতে ইতিমধ্যেই প্লে-অফের যোগ্যতা অর্জন করেছে। নকআউটের আগে কিছুটা প্রয়োজনীয় মোমেন্টাম তৈরি করতে আজ ১৩তম জয় পেতে চাইবে তারা। আইএসএলে আগের ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসির কাছে ০-৩ গোলে হেরেছিল চেন্নাইয়িন এফসি। জামশেদপুর এফসি তাদের শেষ ম্যাচে ওড়িশা এফসিকে ২-৩ গোলে হারিয়েছে। আইএসএলে ১৪ বার মুখোমুখি হয়েছে চেন্নাইয়িন এফসি ও জামশেদপুর এফসি। যেখানে চেন্নাইয়িন এফসি ছয়টি জয় পেয়েছে, জামশেদপুর এফসি ৩ বার বিজয়ী হয়েছিল। বাকি পাঁচ ম্যাচ ড্র হয়েছে। ISL 2024-25 Video Highlights: গোয়াকে হারিয়ে লিগ পর্ব শেষ শিল্ডজয়ী মোহনবাগানের, শিলংয়ে চার গোলে হার ইস্টবেঙ্গলের; দেখুন ভিডিও হাইলাইটস

চেন্নাইয়িন এফসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৪-২৫

চেন্নাইয়িন এফসি বনাম জামশেদপুর এফসি গোয়া সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে চেন্নাইয়িন এফসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ?

৯ মার্চ চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে (Jawaharlal Nehru Stadium, Chennai) আয়োজিত হবে চেন্নাইয়িন এফসি বনাম জামশেদপুর এফসির ম্যাচ।

কখন থেকে শুরু হবে চেন্নাইয়িন এফসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ?

চেন্নাইয়িন এফসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন চেন্নাইয়িন এফসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ

সরাসরি টিভিতে চেন্নাইয়িন এফসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ ভারতে দেখবেন স্টার স্পোর্টস ৩ (Star Sports 3) চ্যানেলে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন চেন্নাইয়িন এফসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ

চেন্নাইয়িন এফসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৪-২৫ সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওহটস্টার (JioHotstar) অ্যাপে