Aresnal Team at Practice (Photo Credit: Arsenal/Twitter)

চলতি ইংলিশ প্রিমিয়ার লীগে ১৫ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সপ্তম স্থানে রয়েছে ব্রাইটন (Brighton)। সাম্প্রতিক পঞ্চম স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের (Manchester United) চেয়ে মাত্র চার পয়েন্ট পিছিয়ে আছে ব্রাইটন। গত সপ্তাহে সাউদাম্পটনের (Southampton) বিপক্ষে জয়ের পর আত্মবিশ্বাসে ভরপুর ব্রাইটনরা। এই মুহূর্তে আর্সেনাল (Arsenal) কঠিন পরিস্থিতিতে রয়েছে। তারা এখন একটি পদক্ষেপও ভুল নিতে পারবে না। ইতিমধ্যেই ১৫ ম্যাচে ৪০ পয়েন্ট পেয়েছে তারা। সিটিজেনদের চেয়ে এক ম্যাচ কম খেলে ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) চেয়ে সাত পয়েন্ট এগিয়ে তারা। এই ইংলিশ প্রিমিয়ার লীগ সংস্করণে ১৩টি আকর্ষণীয় ম্যাচ জিতেছে, গত দু'টি মরশুমে বড় দলের বিরুদ্ধে দারুণ খেলার জন্যও বিখ্যাত ব্রাইটন। তাই দু'পক্ষের মধ্যে লড়াই হবে দেখার মতো।

ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটন বনাম আর্সেনালের ম্যাচটি অনুষ্ঠিত হবে ।

কবে, কোথায় আয়োজিত হবে ব্রাইটন বনাম আর্সেনাল?

৩১ ডিসেম্বর, বৃহস্পতিবার ব্রাইটনের আমেরিকান এক্সপ্রেস কমিউনিটি স্টেডিয়ামে (American Express Community Stadium, Brighton) ব্রাইটনের (Brighton) মুখোমুখি হবে আর্সেনাল (Arsenal)।

কখন থেকে শুরু হবে ব্রাইটন বনাম আর্সেনাল?

প্রিমিয়ার লিগে ব্রাইটন বনাম আর্সেনালের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ১১টায় (৩১ ডিসেম্বর) ।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে।