ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) আজ বেঙ্গালুরু এসসি-র মুখোমুখি হবে এসসি ইস্টবেঙ্গল (Bengaluru FC vs SC East Bengal)। গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। পরপর ৬ ম্যাচে অপরাজিত হিসেবে শুরু করলেও শেষ তিন ম্যাচে হেরেছে বেঙ্গালুরু। মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে হারের হ্যাটট্রিকের পরেই ছাঁটাই হয়েছেন সুনীল ছেত্রীদের কোচ কার্লেস কুদ্রাত। এই মুহূর্তে দায়িত্বে সহকারী কোচ নৌশাদ মুসা। শেষ ৩ ম্যাচ দলের আক্রমণ বিভাগকে নড়বড়ে দেখিয়েছে। প্লে অফসের জন্য চ্যালেঞ্জ নিতে সুনীল ছেত্রীদের লড়াইের ঝাঁঝ বাড়াতে হবে। এদিকে এফসি গোয়ার বিরুদ্ধে আগের ম্যাচে হলুদ কার্ড দেখে নির্বাসিত হয়েছেন এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাওলার। আজকের ম্যাচে তিনি রিজার্ভ বেঞ্চে বসতে পারবেন না। দায়িত্ব সামলাবেন সহকারী অ্যান্টনি গ্র্যান্ট। ২২ বছর বয়সি লাল-হলুদের নাইজিরীয় তারকা ব্রাইট এনোবাখারে গোয়ার বিরুদ্ধে চার জনকে কাটিয়ে বিস্ময় গোল করে ইতিমধ্যেই মন জয় করে নিয়েছেন ফুটবলপ্রেমীদের।
বেঙ্গালুরু এসসি বনাম এসসি ইস্টবেঙ্গল ম্যাচটি কখন আছে?
বেঙ্গালুরু এসসি বনাম এসসি ইস্টবেঙ্গল ম্যাচ ৮ জানুয়ারি, শুক্রবার হবে।
বেঙ্গালুরু এসসি বনাম এসসি ইস্টবেঙ্গল ম্যাচ কোথায় হবে?
বেঙ্গালুরু এসসি বনাম এসসি ইস্টবেঙ্গল ম্যাচ ভাস্কোর তিলক ময়দানে হবে।
বেঙ্গালুরু এসসি বনাম এসসি ইস্টবেঙ্গল ম্যাচ কখন শুরু হবে?
বেঙ্গালুরু এসসি বনাম এসসি ইস্টবেঙ্গল ম্যাচটি শুরু হবে সন্ধে ৭টায়।
বেঙ্গালুরু এসসি বনাম এসসি ইস্টবেঙ্গল ম্যাচ কোন টিভি চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচার হবে?
বেঙ্গালুরু এসসি বনাম এসসি ইস্টবেঙ্গল ম্যাচটি Star Sports নেটওয়ার্ক সরাসরি সম্প্রচার করবে। Star Sports 1, Star Sports 1 HD, Star Sports 2, Star Sports 2 HD, Star Sports First, Star Sports 1 Hindi, Star Sports 1 Hindi HD, Star Sports 1 Tamil, Star Sports 1 Kannada, Star Sports 1 Telugu, Star Sports 1 Marathi, and Star Sports 1 Bangla ও জলসা মুভিজ চ্যানেলে দেখা যাবে।
বেঙ্গালুরু এসসি বনাম এসসি ইস্টবেঙ্গল ম্যাচ লাইভ স্ট্রিমিং কীভাবে দেখবেন?
লাইভ স্ট্রিমিং দেখা যাবে Disney+ Hotstar ও Jio TV-তে