Bengaluru FC (Photo Credit: Bengaluru FC/ Twitter)

আজ ২১ এপ্রিল শুক্রবার, কোঝিকোড়ের ইএমএস কর্পোরেশন স্টেডিয়ামে (EMS Corporation Stadium, Kozhikode) হিরো সুপার কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) এবং জামশেদপুর এফসি (Jamshedpur FC)। 'এ' গ্রুপে বেঙ্গালুরু প্রথম ধাক্কা খায় শ্রীনিদি এফসির সঙ্গে টাই করে। এরপর রাউন্ডগ্লাস পঞ্জাবের বিরুদ্ধে ২-০ গোলে জয় এবং কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে অবশেষে সেমিফাইনালে তারা। আইএসএলের ট্রফি হাতছাড়া হওয়ার পর এবার তাঁদের নজর থাকবে সুপার কাপের শিরোপায়। অন্যদিকে,দুর্দান্ত ফর্মে থাকা জামেশদপুর এবারের আসরে তারা একমাত্র দল যারা গ্রুপ পর্বের তিনটি জয় পেয়েছে। গোকুলামকে ৩-২ গোলে হারিয়ে সুপার কাপের গ্রুপ পর্ব জিতেছিল জামশেদপুর এফসি। এরপর দ্বিতীয় রাউন্ডে এফসি গোয়াকে ৫-৩ গোলে হারানোর পর এটিকে মোহনবাগানকে ৩-০ গোলে হারায় জামশেদপুর এফসি।

কবে, কোথায় আয়োজিত হবে বেঙ্গালুরু এফসি বনাম জামশেদপুর এফসি, হিরো সুপার কাপ?

কোঝিকোড়ের ইএমএস কর্পোরেশন স্টেডিয়ামে (EMS Corporation Stadium, Kozhikode) বেঙ্গালুরু এফসি বনাম জামশেদপুর এফসি, হিরো সুপার কাপের ম্যাচ আয়োজিত হবে।

কখন থেকে শুরু হবে বেঙ্গালুরু এফসি বনাম জামশেদপুর এফসি, হিরো সুপার কাপ?

হিরো সুপার কাপের মুম্বই সিটি এফসি বনাম চেন্নাইয়িন এফসির ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৭ঃ০০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ অ্যাপে (Sony-Liv) এবং FanCode অ্যাপে।