আজ ২২ ফেব্রুয়ারি বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) মুখোমুখি হবে এফসি গোয়া (FC Goa)। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে (Sree Kanteerava Stadium, Bangalore) ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্লে-অফের টিকিট নিশ্চিত হয়ে গেছে বেঙ্গালুরুর। তবে জয়ের ধারা ধরে রাখতে মরিয়া সাইমন গ্রেসনের (Simon Grayson) দল। মুম্বই সিটির বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে জয়ের পর এফসি গোয়ার বিরুদ্ধে নিজেদের সম্ভাবনার বাড়ানোর চেষ্টা করবে বেঙ্গালুরু। অন্য দিকে, গোয়ার কাছে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বৃহস্পতিবার হারলেই তাদের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যাবে।
#TheBlues have already secured a spot in the playoffs with their impeccable form, but can the #Gaurs upset their momentum and knock them down before the big game?
Catch the LIVE action, tonight 7 PM, on📺Star Sports network and Disney+Hotstar.#HeroISL #LetsFootball #BFCFCG pic.twitter.com/Hj5KP0KLcZ— Star Sports Football (@StarFootball) February 23, 2023
কবে, কোথায় আয়োজিত হবে বেঙ্গালুরু এফসি বনাম এফসি গোয়া?
বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে (Sree Kanteerava Stadium, Bangalore) বেঙ্গালুরু এফসি বনাম এফসি গোয়ার ম্যাচ আয়োজিত হবে।
কখন থেকে শুরু হবে বেঙ্গালুরু এফসি বনাম এফসি গোয়া?
ইন্ডিয়ান সুপার লিগে বেঙ্গালুরু এফসি বনাম এফসি গোয়ার ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে এবং জিওটিভি (JioTV) অ্যাপে।