আজ ২৮ জানুয়ারি কলকাতার সল্টলেক স্টেডিয়ামে (Salt Lake Stadium) ওড়িশা এফসি-র (Odisha FC) বিরুদ্ধে মাঠে নামবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ১৪ ম্যাচে ৭ জয়, ৩ ড্র, ৪ হার এবং ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে মোহনবাগান। শেষ ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে গোলশূন্য ০-০ ড্র করে সবুজ-মেরুন ব্রিগেড। এর আগে মুম্বই সিটি এফসি-র (Mumbai City FC) কাছে ১-০ গোলে হেরে যায় তারা। ওড়িশার বিরুদ্ধে জয়ের পথে ফিরতে তাই মরিয়া তারা। অন্যদিকে, ১৪ ম্যাচে ৭ জয় ও ৬ হার নিয়ে ছ'নম্বরে রয়েছে ওড়িশা। গত ম্যাচে বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC) কাছে ৩-১ গোলে হেরেছিল তারা। দুই দলই যেহেতু শীর্ষ চারের খুব কাছাকাছি, তাই এই ম্যাচটি যে কোনও দলকেই এই গুরুত্বপূর্ণ পজিশনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে।
কবে, কোথায় আয়োজিত হবে এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি?
কলকাতার সল্টলেক স্টেডিয়ামে (Salt Lake Stadium) এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসির ম্যাচ আয়োজিত হবে।
কখন থেকে শুরু হবে এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি?
ইন্ডিয়ান সুপার লিগে চেএটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসির ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে এবং জিওটিভি (JioTV) অ্যাপে।
.@atkmohunbaganfc and @OdishaFC hold steady in the middle of the table, but both teams have only secured 1 win in their last 5 matches. Who can turn things around in tonight's game?
Tune in tonight, 7:30 PM, on? Star Sports and Disney+Hotstar.#HeroISL #LetsFootball #ATKMBOFC pic.twitter.com/5haRNwbhCp
— Star Sports Football (@StarFootball) January 28, 2023