ATK Mohan Bagan FC (Photo Credit: ATK Mohan Bagan FC/ Twitter)

শুক্রবার, ১৪ এপ্রিল কোঝিকোড়ের ইএমএস কর্পোরেশন স্টেডিয়ামে (EMS Corporation Stadium) হিরো সুপার কাপের 'সি' গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি জামশেদপুর এফসি (Jamshedpur FC) এবং এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। আই লিগের গোকুলাম কেরালার বিরুদ্ধে ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেরিনার্স। হুগো বোউমাস, মানভীর সিং, কিয়ান নাসিরি, এবং লিস্টন কোলাকোর গোলের সৌজন্যে মোহনবাগান মোট পাঁচটি গোল করে। আইএসএল চ্যাম্পিয়নদের আরও তিন পয়েন্ট একধাপ এগিয়ে নিয়ে যেতে পারে হিরো সুপার কাপের সেমিফাইনালে। অন্যদিকে, এফসি গোয়ার বিরুদ্ধে জয় নিয়ে মাঠে নামছে রেড মাইনার্স। গোয়ার রক্ষণকে ছাপিয়ে পাঁচ গোল দেয় জামশেদপুর। আগের পাঁচ ম্যাচের চারটি জিতে এখন হিরো সুপার কাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে গিয়ে মোহনবাগানের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে তারা।

কবে, কোথায় আয়োজিত হবে এটিকে মোহনবাগান বনাম জামশেদপুর এফসি, হিরো সুপার কাপ?

কোঝিকোড়ের ইএমএস স্টেডিয়ামে (EMS Stadium, Kozhikode) এটিকে মোহনবাগান বনাম জামশেদপুর এফসি, হিরো সুপার কাপের ম্যাচ আয়োজিত হবে।

কখন থেকে শুরু হবে এটিকে মোহনবাগান বনাম জামশেদপুর এফসি, হিরো সুপার কাপ?

হিরো সুপার কাপের এটিকে মোহনবাগান বনাম জামশেদপুর এফসির ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ অ্যাপে (Sony-Liv) এবং FanCode অ্যাপে।