ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) ১১টি দলের মধ্যে বেশ কয়েকটি লড়াইয়ের পর দুই ফাইনালিস্ট পেয়েছে। আজ ১৮ মার্চ এটিকে মোহনবাগানের বিরুদ্ধে নামবে বেঙ্গালুরু এফসি। গোয়ার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে (Pandit Jawaharlal Nehru Stadium, Goa) এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসির মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। নিজেদের সমৃদ্ধ ইতিহাসে আরও একটি মুকুট যোগ করার লক্ষ্যে মোহনবাগান এই আইএসএল ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নামবে। অন্যদিকে, বেঙ্গালুরুর লক্ষ্য হবে টুর্নামেন্টের অন্যতম আধিপত্যশালী দল হিসেবে নিজেদের মর্যাদা ফিরে পাওয়া। কারণ, দ্বিতীয় বার আইএসএলে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে তারা। ডুরান্ড কাপ জয়ের পর সুনীল ছেত্রীর দল লিগে চতুর্থ স্থানে থেকে প্লে-অফে জায়গা করে নিয়েছে।
It all comes down to this! 😮
The #HeroISLFinal kicks-off tonight! ⚔️
Match Preview: https://t.co/uVYQ8FN68a #ATKMBBFC #LetsFootball #ATKMohunBagan #BengaluruFC | @atkmohunbaganfc @bengalurufc pic.twitter.com/fcRbwKr7hv— Indian Super League (@IndSuperLeague) March 18, 2023
কবে, কোথায় আয়োজিত হবে এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ফাইনাল?
গোয়ার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে (Pandit Jawaharlal Nehru Stadium, Goa) এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ফাইনাল ম্যাচ আয়োজিত হবে।
কখন থেকে শুরু হবে এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ফাইনাল?
ইন্ডিয়ান সুপার লিগে এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ফাইনাল ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে এবং জিওটিভি (JioTV) অ্যাপে।