গোয়া: রুদ্ধশ্বাস ম্যাচে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)-কে পেনাল্টিতে (Penalties) হারিয়ে অবশেষে ২০২২-২৩ সালের হিরো ইন্ডিয়ান সুপার লিগ (Hero Indian Super League 2022-23) চ্যাম্পিয়ন হল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)।
🏆 𝘾𝙃𝘼𝙈𝙋𝙄𝙄𝙄𝙄𝙊𝙊𝙊𝙊𝙊𝙉𝙎𝙎𝙎𝙎 🏆@atkmohunbaganfc clinch their 1️⃣st ever #HeroISL trophy! 🟢🔴#ATKMBBFC #HeroISL #HeroISLFinal #LetsFootball #ATKMohunBagan pic.twitter.com/xQx7rY8vSv
— Indian Super League (@IndSuperLeague) March 18, 2023
অতিরিক্ত সময় পর্যন্ত দুই দলের স্কোর ২-২ থাকার জন্য পেনাল্টি শুটআউটে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। আর তাতে ৪-৩ গোলে জিতে ফাইনালে (ISL Final) বাজিমাত করে ফের একবার ভারতসেরার তকমাটা ছিনিয়ে নিল মোহনবাগান।
গোয়ার ফতোরদা স্টেডিয়ামে শুরু হওয়া আইএসএল ফাইনালে খেলতে নেমে ১৫ মিনিটে প্রথম গোল করে এটিকে মোহনবাগানকে এগিয়ে দেন দিমিত্রি। আর হাফ টাইমের ঠিক আগের মুহূর্তে সুনীল ছেত্রির গোলে ১-১ করে ম্যাচে সমতা ফেরায় বেঙ্গালুরু এফসি।
ম্যাচের দ্বিতীয়ার্ধে ৭৮ মিনিটের মাথায় রয় কৃষ্ণর হেডে ২-১ এগিয়ে যায় বেঙ্গালুরু। যদিও কিছুক্ষণ বাদেই পেনাল্টি থেকে ফের একটি গোল করে ২-২ করেন দিমিত্রি। এরপর অতিরিক্ত সময় শেষ হয়ে গেলেও আর গোল পায়নি কোনও দলই। ফলে ম্যাচের নিষ্পত্তি হয় পেনাল্টিতেই। আর সেখানে ৪-৩ স্কোরে চ্যাম্পিয়নের তকমা ছিনিয়ে নেন এটিকে মোহনবাগানের ফুটবলাররা।
120 minutes of football and still this finale hangs in the balance!
We go into penalties! Joy Mohun Bagan! #ATKMohunBagan #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/t6scSzsw1t
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) March 18, 2023