Football

I-League 2020-21 Fixtures: প্রকাশিত হল ২০২০-২১ মরশুমের আই লিগের সময়সূচি; জেনে নিন প্রথম ম্যাচে নামছে কারা

Madhurima Dev

২০২০-২১ মরশুমের আই লিগের (I-League 2019-20) সূচি প্রকাশ হল। ৯ জানুয়ারি ২০২১, শনিবার শুরু হবে প্রথম ম্যাচ। সুদেবা দিল্লি এফসি বনাম মহামেডান এফসি ম্যাচ দিয়ে শুরু হবে আই লিগের। বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়াম, কলকাতায় প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। তিনটি জায়গায় এবারের ম্যাচ হবে-বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়াম, কল্যাণী মিউনিসিপাল স্টেডিয়াম ও কিশোর ভারতী ক্রীড়াঙ্গন।

FC Goa vs Kerala Blasters FC Live Streaming: কোথায়, কখন দেখবেন এফসি গোয়া বনাম কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচের সরাসরি সম্প্রচার

Sanjoy Patra

রবিবার ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2020-21) দ্বিতীয় ম্যাচে গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে এফসি গোয়ার মুখোমুখি কেরালা ব্লাস্টার্স এফসি (FC Goa vs Kerala Blasters FC)। উভয় দল তাদের সপ্তম আইএসএল মরশুমে খেলছে এবং দুই দলই দু'বার রানার-আপ হয়েছে এর আগে। চলতি মরশুমে তাদের প্রথম তিনটি খেলায় দুটি দলই জয় পায়নি। তাই সুপার লিগে আজকের ম্যাচে ৩ পয়েন্ট দখল করতে মরিয়া হবে দুই দলই। দুটি দল এর আগে ১২ বার একে অপরের মুখোমুখি হয়েছে, ৬টি ম্যাচে জিতেছে গোয়া। আজ জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য রাখবে তারা।

FC Goa vs Kerala Blasters FC Live Streaming: কোথায়, কখন দেখবেন এফসি গোয়া বনাম কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচের সরাসরি সম্প্রচার

Sanjoy Patra

রবিবার ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2020-21) দ্বিতীয় ম্যাচে গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে এফসি গোয়ার মুখোমুখি কেরালা ব্লাস্টার্স এফসি (FC Goa vs Kerala Blasters FC)। উভয় দল তাদের সপ্তম আইএসএল মরশুমে খেলছে এবং দুই দলই দু'বার রানার-আপ হয়েছে এর আগে। চলতি মরশুমে তাদের প্রথম তিনটি খেলায় দুটি দলই জয় পায়নি। তাই সুপার লিগে আজকের ম্যাচে ৩ পয়েন্ট দখল করতে মরিয়া হবে দুই দলই। দুটি দল এর আগে ১২ বার একে অপরের মুখোমুখি হয়েছে, ৬টি ম্যাচে জিতেছে গোয়া। আজ জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য রাখবে তারা।

Mumbai City FC vs Odisha FC Live Streaming: কোথায়, কখন দেখবেন মুম্বাই সিটি এফসি বনাম ওড়িশা এফসি ম্যাচের সরাসরি সম্প্রচার

Sanjoy Patra

রবিবার ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) মুম্বাই সিটি এফসি-র (Mumbai City) মুখোমুখি ওড়িশা এফসি (Odisha FC)। বাম্বোলিমের জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়ামে হবে এই ম্যাচ। পরপর দুটি ম্যাচে জয় পেয়ে একেবারে চাঙ্গা মুম্বই। গত ম্যাচে তারা এসসি ইস্টবেঙ্গলকে ৩-০ ব্যবধানে হারিয়েছে। অন্যদিকে, নিজেদের গত ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এটিকে মোহনবাগানের কাছে হেরেছে ওড়িশা। তাছাড়া চোটে জর্জরিত তারা। বিনিত রাই, জেরি মাভিহমিংথঙ্গা ব্র্যান্ডন এবং মার্সেলিনহোর চোট রয়েছে। এছাড়াও মিডফিল্ডার রেইনিয়ার ফার্নান্দেস চোটের কারণে এই ম্যাচে খেলবেন না বলেই মনে করা হচ্ছে।

Advertisement

Mumbai City FC vs Odisha FC Live Streaming: কোথায়, কখন দেখবেন মুম্বাই সিটি এফসি বনাম ওড়িশা এফসি ম্যাচের সরাসরি সম্প্রচার

Sanjoy Patra

রবিবার ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) মুম্বাই সিটি এফসি-র (Mumbai City) মুখোমুখি ওড়িশা এফসি (Odisha FC)। বাম্বোলিমের জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়ামে হবে এই ম্যাচ। পরপর দুটি ম্যাচে জয় পেয়ে একেবারে চাঙ্গা মুম্বই। গত ম্যাচে তারা এসসি ইস্টবেঙ্গলকে ৩-০ ব্যবধানে হারিয়েছে। অন্যদিকে, নিজেদের গত ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এটিকে মোহনবাগানের কাছে হেরেছে ওড়িশা। তাছাড়া চোটে জর্জরিত তারা। বিনিত রাই, জেরি মাভিহমিংথঙ্গা ব্র্যান্ডন এবং মার্সেলিনহোর চোট রয়েছে। এছাড়াও মিডফিল্ডার রেইনিয়ার ফার্নান্দেস চোটের কারণে এই ম্যাচে খেলবেন না বলেই মনে করা হচ্ছে।

Mumbai City FC vs Odisha FC: আইএসএলে আজ মুম্বাই সিটি এফসি বনাম ওড়িশা এফসি; জেনে নিন সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান

Sanjoy Patra

রবিবার ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) মুম্বাই সিটি এফসি-র (Mumbai City) মুখোমুখি ওড়িশা এফসি (Odisha FC)। বাম্বোলিমের জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়ামে হবে এই ম্যাচ। পরপর দুটি ম্যাচে জয় পেয়ে একেবারে চাঙ্গা মুম্বই। গত ম্যাচে তারা এসসি ইস্টবেঙ্গলকে ৩-০ ব্যবধানে হারিয়েছে। অন্যদিকে, নিজেদের গত ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এটিকে মোহনবাগানের কাছে হেরেছে ওড়িশা। তাছাড়া চোটে জর্জরিত তারা। বিনিত রাই, জেরি মাভিহমিংথঙ্গা ব্র্যান্ডন এবং মার্সেলিনহোর চোট রয়েছে। এছাড়াও মিডফিল্ডার রেইনিয়ার ফার্নান্দেস চোটের কারণে এই ম্যাচে খেলবেন না বলেই মনে করা হচ্ছে।

Mumbai City FC vs Odisha FC: আইএসএলে আজ মুম্বাই সিটি এফসি বনাম ওড়িশা এফসি; জেনে নিন সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান

Sanjoy Patra

রবিবার ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) মুম্বাই সিটি এফসি-র (Mumbai City) মুখোমুখি ওড়িশা এফসি (Odisha FC)। বাম্বোলিমের জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়ামে হবে এই ম্যাচ। পরপর দুটি ম্যাচে জয় পেয়ে একেবারে চাঙ্গা মুম্বই। গত ম্যাচে তারা এসসি ইস্টবেঙ্গলকে ৩-০ ব্যবধানে হারিয়েছে। অন্যদিকে, নিজেদের গত ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এটিকে মোহনবাগানের কাছে হেরেছে ওড়িশা। তাছাড়া চোটে জর্জরিত তারা। বিনিত রাই, জেরি মাভিহমিংথঙ্গা ব্র্যান্ডন এবং মার্সেলিনহোর চোট রয়েছে। এছাড়াও মিডফিল্ডার রেইনিয়ার ফার্নান্দেস চোটের কারণে এই ম্যাচে খেলবেন না বলেই মনে করা হচ্ছে।

Napoli Stadium: প্রয়াত ফুটবল সম্রাট মারাদোনাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে নাম বদল হল নাপোলি স্টেডিয়ামের

Madhurima Dev

প্রয়াত ফুটবল সম্রাট দিয়েগো আর্মান্দো মারাদোনার নামে ইতালির বিখ্যাত ফুটবল ক্লাব নাপোলি স্টেডিয়ামের নামাঙ্কিত করা হল। শুক্রবার থেকে স্তাদিও সান পাওলো স্টেডিয়ামের নাম বদলে আত্মপ্রকাশ করল স্তাদিও দিয়েগো আর্মান্দো মারাদোনা নামে। আগামী ১০ ডিসেম্বর কৌলিবালি, ড্রায়েস মার্টেন্সরা স্তাদিও নয়া নামাঙ্কিত দিয়েগো আর্মান্দো মারাদোনা স্টেডিয়ামে নিজেদের প্রথম হোম ম্যাচটি খেলবেন।

Advertisement

Napoli Stadium: প্রয়াত ফুটবল সম্রাট মারাদোনাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে নাম বদল হল নাপোলি স্টেডিয়ামের

Madhurima Dev

প্রয়াত ফুটবল সম্রাট দিয়েগো আর্মান্দো মারাদোনার নামে ইতালির বিখ্যাত ফুটবল ক্লাব নাপোলি স্টেডিয়ামের নামাঙ্কিত করা হল। শুক্রবার থেকে স্তাদিও সান পাওলো স্টেডিয়ামের নাম বদলে আত্মপ্রকাশ করল স্তাদিও দিয়েগো আর্মান্দো মারাদোনা নামে। আগামী ১০ ডিসেম্বর কৌলিবালি, ড্রায়েস মার্টেন্সরা স্তাদিও নয়া নামাঙ্কিত দিয়েগো আর্মান্দো মারাদোনা স্টেডিয়ামে নিজেদের প্রথম হোম ম্যাচটি খেলবেন।

ATK Mohun Bagan vs Odisha FC Live Streaming: কোথায়, কখন দেখবেন এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি ম্যাচের সরাসরি সম্প্রচার

Sanjoy Patra

ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2020-21) ১৫ তম ম্যাচে আজ এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) মুখোমুখি হচ্ছে এবং ওড়িশা এফসি (Odisha FC)। বুধবার গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। আন্তোনিও হাবাসের এটিক মোহনবাগান তাদের প্রথম দুটি ম্যাচে জিতেছে। কেরালা ব্লাস্টার্স এবং এসসি ইস্টবেঙ্গলকে তারা হারিয়েছে। অধিনায়ক রায় কৃষ্ণ দারুন ফর্মে রয়েছেন। প্রথম দুই ম্যাচে জয়ের পরে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে এটিকে মোহনবাগান। সম্পুর্ণ অন্য মেরুতে ওডিশা এফসি। চলতি হিরো আইএসএলে এখন পর্যন্ত জয়ের মুখ দেখতে পায়নি তারা।

ATK Mohun Bagan vs Odisha FC Live Streaming: কোথায়, কখন দেখবেন এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি ম্যাচের সরাসরি সম্প্রচার

Sanjoy Patra

ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2020-21) ১৫ তম ম্যাচে আজ এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) মুখোমুখি হচ্ছে এবং ওড়িশা এফসি (Odisha FC)। বুধবার গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। আন্তোনিও হাবাসের এটিক মোহনবাগান তাদের প্রথম দুটি ম্যাচে জিতেছে। কেরালা ব্লাস্টার্স এবং এসসি ইস্টবেঙ্গলকে তারা হারিয়েছে। অধিনায়ক রায় কৃষ্ণ দারুন ফর্মে রয়েছেন। প্রথম দুই ম্যাচে জয়ের পরে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে এটিকে মোহনবাগান। সম্পুর্ণ অন্য মেরুতে ওডিশা এফসি। চলতি হিরো আইএসএলে এখন পর্যন্ত জয়ের মুখ দেখতে পায়নি তারা।

ATK Mohun Bagan vs Odisha FC: আইএসএলে আজ এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি; জেনে নিন সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান

Sanjoy Patra

ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2020-21) ১৫ তম ম্যাচে আজ এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) মুখোমুখি হচ্ছে এবং ওড়িশা এফসি (Odisha FC)। বুধবার গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। আন্তোনিও হাবাসের এটিক মোহনবাগান তাদের প্রথম দুটি ম্যাচে জিতেছে। কেরালা ব্লাস্টার্স এবং এসসি ইস্টবেঙ্গলকে তারা হারিয়েছে। অধিনায়ক রায় কৃষ্ণ দারুন ফর্মে রয়েছেন। প্রথম দুই ম্যাচে জয়ের পরে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে এটিকে মোহনবাগান। সম্পুর্ণ অন্য মেরুতে ওডিশা এফসি। চলতি হিরো আইএসএলে এখন পর্যন্ত জয়ের মুখ দেখতে পায়নি তারা।

Advertisement

ATK Mohun Bagan vs Odisha FC: আইএসএলে আজ এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি; জেনে নিন সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান

Sanjoy Patra

ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2020-21) ১৫ তম ম্যাচে আজ এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) মুখোমুখি হচ্ছে এবং ওড়িশা এফসি (Odisha FC)। বুধবার গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। আন্তোনিও হাবাসের এটিক মোহনবাগান তাদের প্রথম দুটি ম্যাচে জিতেছে। কেরালা ব্লাস্টার্স এবং এসসি ইস্টবেঙ্গলকে তারা হারিয়েছে। অধিনায়ক রায় কৃষ্ণ দারুন ফর্মে রয়েছেন। প্রথম দুই ম্যাচে জয়ের পরে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে এটিকে মোহনবাগান। সম্পুর্ণ অন্য মেরুতে ওডিশা এফসি। চলতি হিরো আইএসএলে এখন পর্যন্ত জয়ের মুখ দেখতে পায়নি তারা।

Cristiano Ronaldo Nets 750th Career Goal: ক্যারিয়ারের ৭৫০ তম গোলের মাইলফলক ছুঁলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Sanjoy Patra

ক্যারিয়ারের ৭৫০ তম গোল করলেন জুভেন্টাসের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। গতকাল রাতে জুভেন্টাস (Juventus) ৩-০ ব্যবধানে হারিয়েছে দিনামো কিয়েভকে (Dynamo Kyiv)। ১টি গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী। উয়েফা চ্যাম্পিয়নস লিগে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে আছে জুভেন্টাস। ৫ ম্যাচের সবকটিই জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

Cristiano Ronaldo Nets 750th Career Goal: ক্যারিয়ারের ৭৫০ তম গোলের মাইলফলক ছুঁলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Sanjoy Patra

ক্যারিয়ারের ৭৫০ তম গোল করলেন জুভেন্টাসের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। গতকাল রাতে জুভেন্টাস (Juventus) ৩-০ ব্যবধানে হারিয়েছে দিনামো কিয়েভকে (Dynamo Kyiv)। ১টি গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী। উয়েফা চ্যাম্পিয়নস লিগে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে আছে জুভেন্টাস। ৫ ম্যাচের সবকটিই জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

Hyderabad FC vs Jamshedpur FC Live Streaming: কোথায়, কখন দেখবেন হায়দরাবাদ এফসি বনাম জামশেদপুর এফসি ম্যাচের সরাসরি সম্প্রচার

Sanjoy Patra

ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2020-21) ১৪ তম ম্যাচে আজ হায়দরাবাদ এফসি-র (Hyderabad FC) মুখোমুখি জামশেদপুর এফসি (Jamshedpur FC)। বুধবার গোয়ার জিএমসি স্টেডিয়ামে হবে এই ম্যাচ। হায়দরাবাদ এফসি তাদেরর দ্বিতীয় আইএসএল মরশুম খেলছে এবং জামশেদপুর এফসি টুর্নামেন্টের চতুর্থ মরশুমে খেলছে। জামেদপুরের লিগ পর্বে সাফল্যের হার ৩০.৩৫ শতাংশ, ৫৬টি ম্যাচ খেলে তারা ১৭টি ম্যাচে জিতেছে। অন্যদিকে হায়দরাবাদ ২০টি ম্যাচে ৩টিতে জয় পেয়েছে। তাদের সাফল্যের হার ১৫ শতাংশ।

Advertisement

Hyderabad FC vs Jamshedpur FC Live Streaming: কোথায়, কখন দেখবেন হায়দরাবাদ এফসি বনাম জামশেদপুর এফসি ম্যাচের সরাসরি সম্প্রচার

Sanjoy Patra

ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2020-21) ১৪ তম ম্যাচে আজ হায়দরাবাদ এফসি-র (Hyderabad FC) মুখোমুখি জামশেদপুর এফসি (Jamshedpur FC)। বুধবার গোয়ার জিএমসি স্টেডিয়ামে হবে এই ম্যাচ। হায়দরাবাদ এফসি তাদেরর দ্বিতীয় আইএসএল মরশুম খেলছে এবং জামশেদপুর এফসি টুর্নামেন্টের চতুর্থ মরশুমে খেলছে। জামেদপুরের লিগ পর্বে সাফল্যের হার ৩০.৩৫ শতাংশ, ৫৬টি ম্যাচ খেলে তারা ১৭টি ম্যাচে জিতেছে। অন্যদিকে হায়দরাবাদ ২০টি ম্যাচে ৩টিতে জয় পেয়েছে। তাদের সাফল্যের হার ১৫ শতাংশ।

Hyderabad FC vs Jamshedpur FC: আইএসএলে আজ হায়দরাবাদ এফসি-র মুখোমুখি জামশেদপুর এফসি; জেনে নিন সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান

Sanjoy Patra

ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2020-21) ১৪ তম ম্যাচে আজ হায়দরাবাদ এফসি-র (Hyderabad FC) মুখোমুখি জামশেদপুর এফসি (Jamshedpur FC)। বুধবার গোয়ার জিএমসি স্টেডিয়ামে হবে এই ম্যাচ। হায়দরাবাদ এফসি তাদেরর দ্বিতীয় আইএসএল মরশুম খেলছে এবং জামশেদপুর এফসি টুর্নামেন্টের চতুর্থ মরশুমে খেলছে। জামেদপুরের লিগ পর্বে সাফল্যের হার ৩০.৩৫ শতাংশ, ৫৬টি ম্যাচ খেলে তারা ১৭টি ম্যাচে জিতেছে। অন্যদিকে হায়দরাবাদ ২০টি ম্যাচে ৩টিতে জয় পেয়েছে। তাদের সাফল্যের হার ১৫ শতাংশ।

Hyderabad FC vs Jamshedpur FC: আইএসএলে আজ হায়দরাবাদ এফসি-র মুখোমুখি জামশেদপুর এফসি; জেনে নিন সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান

Sanjoy Patra

ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2020-21) ১৪ তম ম্যাচে আজ হায়দরাবাদ এফসি-র (Hyderabad FC) মুখোমুখি জামশেদপুর এফসি (Jamshedpur FC)। বুধবার গোয়ার জিএমসি স্টেডিয়ামে হবে এই ম্যাচ। হায়দরাবাদ এফসি তাদেরর দ্বিতীয় আইএসএল মরশুম খেলছে এবং জামশেদপুর এফসি টুর্নামেন্টের চতুর্থ মরশুমে খেলছে। জামেদপুরের লিগ পর্বে সাফল্যের হার ৩০.৩৫ শতাংশ, ৫৬টি ম্যাচ খেলে তারা ১৭টি ম্যাচে জিতেছে। অন্যদিকে হায়দরাবাদ ২০টি ম্যাচে ৩টিতে জয় পেয়েছে। তাদের সাফল্যের হার ১৫ শতাংশ।

Papa Bouba Diop Dies: ৪২-এই রুদ্ধ গতি, প্রয়াত সেনেগালের স্টার ফুটবলার পাপা বৌবা দিওপ

Shammi Huda

মারাদোনাকে হারানোর ক্ষত এখনও টাটকা। তারমধ্যেই প্রয়াত সেনেগালের কিংবদন্তী ফুটবলার পাপা বৌবা দিওপ (Papa Bouba Diop)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। দীর্ঘদিন ধরে লিভারের অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত মার্চে এই অসুস্থতা সংক্রান্ত একটি অস্ত্রোপচারও হয় তাঁর। তবে শেষরক্ষা হল না। রবিবার ভারতীয় সময় অনুযায়ী গভীররাতে তাঁর মৃত্যু হয়েছে। ফিফা দিওপের মৃত্যুর খবরে শোক প্রকাশ করে লিখেছে, “এক সময়ের বিশ্বকাপ হিরো আজীবন বিশ্বকাপ হিরো হয়েই থেকে যাবেন।” প্রিয় ফুটবলারের মৃত্যুতে শোকবার্তা লিখেছে পাপা বৌবা দিওপের প্রাক্তন ক্লাব ফুলহ্যাম,

Advertisement
Advertisement