ATK Mohun Bagan vs Odisha FC: আইএসএলে আজ এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি; জেনে নিন সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান

ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2020-21) ১৫ তম ম্যাচে আজ এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) মুখোমুখি হচ্ছে এবং ওড়িশা এফসি (Odisha FC)। বুধবার গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। আন্তোনিও হাবাসের এটিক মোহনবাগান তাদের প্রথম দুটি ম্যাচে জিতেছে। কেরালা ব্লাস্টার্স এবং এসসি ইস্টবেঙ্গলকে তারা হারিয়েছে। অধিনায়ক রায় কৃষ্ণ দারুন ফর্মে রয়েছেন। প্রথম দুই ম্যাচে জয়ের পরে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে এটিকে মোহনবাগান। সম্পুর্ণ অন্য মেরুতে ওডিশা এফসি। চলতি হিরো আইএসএলে এখন পর্যন্ত জয়ের মুখ দেখতে পায়নি তারা।

ATK Mohun Bagan (Photo Credits: Twitter/@atkmohunbaganfc)

ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2020-21) ১৫ তম ম্যাচে আজ এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) মুখোমুখি হচ্ছে এবং ওড়িশা এফসি (Odisha FC)। বুধবার গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। আন্তোনিও হাবাসের এটিক মোহনবাগান তাদের প্রথম দুটি ম্যাচে জিতেছে। কেরালা ব্লাস্টার্স এবং এসসি ইস্টবেঙ্গলকে তারা হারিয়েছে। অধিনায়ক রায় কৃষ্ণ দারুন ফর্মে রয়েছেন। প্রথম দুই ম্যাচে জয়ের পরে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে এটিকে মোহনবাগান। সম্পুর্ণ অন্য মেরুতে ওডিশা এফসি। চলতি হিরো আইএসএলে এখন পর্যন্ত জয়ের মুখ দেখতে পায়নি তারা।

এ বারের হিরো আইএসএল এখন পর্যন্ত আর কোনও দলই এতটা ধারাবাহিক ভাবে শুরু করতে পারেনি। তাই লিগ টেবলে আন্তোনিও লোপেজ হাবাসের দলই শীর্ষে। মুম্বই সিটি এফসি-ও সমান পয়েন্ট পেয়ে এক নম্বরে থাকলেও একটি ম্যাচ বেশি খেলেছে তারা। তা ছাড়া এখন পর্যন্ত হার বা ড্রয়ের মুখ দেখেননি শুধু রয় কৃষ্ণারাই। এদিকে, ওড়িশা এফসি তাদের প্রথম দুটি ম্যাচে জয় পায়নি। হায়দরাবাদের কাছে হারলেও জামশেদপুরের বিরুদ্ধে শেষ মুহূর্তে ড্র করেছে ওড়িশা। তাই আজকের ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট ঘরে তুলতে চাইবেন কোচ স্টুয়ার্ট উইলিয়াম ব্যাক্সটার।

এটিকে মোহনবাগানের সম্ভাব্য একাদশ: অরিন্দম ভট্টাচার্য, প্রীতম কোটাল, তিরি, সন্দেশ ঝিঙ্গন, প্রবীর দাস, জাভিয়ের হার্নান্দেজ, কার্ল ম্যাকহাগ, জয়েশ রেন, সুভাশিস বোস, রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস।

ওড়িশা এফসি-র সম্ভাব্য একাদশ: কমলজিৎ সিং, শুভম সারঙ্গি, গৌরব বোরা, স্টিভেন টেইলর, জ্যাকব ট্রাট, হেন্ড্রি আন্তোনয়, কোল আলেকজান্ডার, গৌরব বোরা, নন্ধকুমার সেকার, মার্সেলিনহো, ল্যাশরাম সিং; মানুয়েল ওনউউ।

পরিসংখ্যান: এটাই এটিকে মোহনবাগান ও ওড়িশা এফসি-র মধ্যে প্রথম ম্যাচ হতে চলেছে।