২০১৮-১৯ ফুটবল মরসুম শেষ হয়ে গেল। এই মরসুমে দেশের ফুটবলে নানা বিতর্কের ঝড় উঠেছে- আইএসএল (ISL), আই লিগ (I League) বিতর্ক। সুপার কাপে আই লিগের ক্লাবগুলির বয়কট। মোহনবাগান (Mohun Bagan) ক্লাবের হতশ্রী পারফরম্যান্স, সবুজ মেরুন সমর্থকদের ক্ষোভ। পাশাপাশি ইস্টবেঙ্গল (East Bengal)-র একটুর জন্য আই লিগ জিততে না পারার হতাশাও রয়েছে।

সুনীল ছেত্রী (Sunil Chettri) র বেঙ্গালুরু এফসি (Bengalru FC)-র আইএসএল জয়ের মুহূর্তটা মনে রাখার মত। দক্ষিণ ভারতের দল চেন্নাই সিটি-র জয়টাও বেশ তাত্পর্যের। তবে ফেডারেশন কর্তাদের দূরদর্শিতার অভাবে দেশের ফুটবলে এখন ঘোর অন্ধকার। কোনও রোডম্যাপ নেই। আই লিগের ক্লাবগুলো জানে না তারা আগামী মরসুমে কী করবে। আইএসএলে আবার সব আছে, সমর্থকদের অভাবে ভুগছে।

এক নজরে দেখা নেওয়া যাক গত মরসুমের দেশের বিভিন্ন টুর্নামেন্ট--

আই লিগ (I League)- চ্যাম্পিয়ন: চেন্নাই সিটি।। রানার্স: ইস্টবেঙ্গল

আইএসএল (ISL)- চ্যাম্পিয়ন: বেঙ্গালুরু এফ.সি।। রানার্স: এফসি গোয়া

সুপার কাপ (Super Cup)- চ্যাম্পিয়ন: এফসি গোয়া।। রানার্স: চেন্নাইয়ন এফসি

সন্তোষ ট্রফি (Santosh Trophy) -চ্যাম্পিয়ন:সার্ভিসেস।। রানার্স: পঞ্জাব

কলকাতা প্রিমিয়র লিগ (Kolkata Premier League)-চ্যাম্পিয়ন:মোহনবাগান।।