Argentina Football Team (Photo Credit: @Futupds/ X)

Finalissima 2026 Date Time Venue: ফুটবল বিশ্বের সবচেয়ে শক্তিধর দুই মহাদেশ হল ইউরোপ ও লাতিন আমেরিকা। ফিফা বিশ্বকাপের ৯৫ বছরের ইতিহাসে এখনও পর্যন্ত এখনও পর্যন্ত শুধু এই দুটি মহাদেশের দেশেরাই চ্যাম্পিয়ন হয়েছে। হেভিওয়েট দুই মহাদেশের চ্যাম্পিয়নদের মধ্যে ফাইনালিসিমা নামের একটি টুর্নামেন্ট ফের শুরু হয়েছে ২০২২ সাল থেকে। ১৯৮৫ ও ১৯৯৩ সাল-এই দুবার হওয়ার পর বন্ধ হয়ে গিয়েছিল ফাইনালিসিমা। দীর্ঘ ২৯ বছর পর সেটা ফের শুরু হয়েছিল ২০২২ সালে। এবার ফাইনালিসমের দ্বিতীয় সংস্করণে মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেই ম্য়াচে যারা জিতবে তারাই ফাইনালিসমে চ্যাম্পিয়ন হবে। গত বছর ইউরো কাপের ফাইনালে ইংল্য়ান্ডকে হারিয়ে চ্য়াম্পিয়ন হয়েছিল স্পেন। অন্যদিকে, ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে কাপ জেতে আর্জেন্টিনা।

২৮ মার্চ কাতারের লুসেইল স্টেডিয়ামে হবে ফাইনালিসিম

এবার আগামী বছর ফাইনালিসিমা হতে চলেছে মার্চের শেষে। আগামী বছর ২৮ মার্চ কাতারের লুসেল স্টেডিয়ামে হবে ২০২৬ ফাইনালিসিম। এই লুসেইল স্টেডিয়ামেই গত বছর ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ হাতে তুলেছিলেন লিওনেল মেসিরা। কদিন আগেই শোনা গিয়েছিল, ইউরোপের কোন দেশে হবে এবারের ফাইনালিসম। কিন্তু শেষ পর্যন্ত সেটা হতে চলেছে কাতারে।

১৯৮৫-তে এই টুর্নামেন্টে প্রথমবার জেতে ফ্রান্স, ১৯৯৩ ও ২০২২ ফাইনালিসিমিায় জেতে আর্জেন্টিনা

প্রসঙ্গত, ২০২২ সালে ঐতিহ্যের ওয়েম্বলি স্টেডিয়ামে হওয়া প্রথম ফাইনালিসিমায় ইতালিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। 1985 সালে প্রথম ফাইনালিসিমাকে উরুগুয়েকে হারিয়ে খেতাব জিতেছিল ফ্রান্স। ১৯৯৩ সালে ফাইনালিসিমায় ডেনমার্ককে হারিয়ে খেতাব জিতেছিল আর্জেন্টিনা। তার মানে তিনবার ফাইনালিসিমার মধ্যে ২বার খেতাব জিতেছে আর্জেন্টিনা। একবার মারাদোনার হাত ধরে, আর একবার মেসির হাত ধরে।