Indian Hockey Team (Photo Credit: Hockey India/ Twitter)

গ্রুপ লিগের বেশ কিছু রোমাঞ্চকর ম্যাচের পর নকআউট পর্বে উঠেছে পুরুষ হকি বিশ্বকাপ ২০২৩। প্রতিটি পুলের শীর্ষ দলগুলো ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। অন্যদিকে দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী দলকে নিজেদের অবস্থান নিশ্চিত করতে ক্রসওভার ম্যাচ খেলতে হবে। এদিকে পুলের নিচের সারির দলগুলো এবং ক্রসওভার খেলায় হেরে যাওয়া দলগুলো আগামী ২৬ জানুয়ারি পরস্পরের মুখোমুখি হবে। পুল বিজয়ীদের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং ইংল্যান্ড। ২২ ও ২৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য ক্রসওভার খেলায় বিজয়ীদের সঙ্গে খেলবেন তারা। ২৪ ও ২৫ জানুয়ারি চারটি কোয়ার্টার ফাইনাল হবে। গ্রুপ 'ডি'র দ্বিতীয় দল হিসেবে গ্রুপ পর্ব শেষ করেছে আয়োজক ভারত। রবিবার ভুবনেশ্বরে গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে শেষ আটে জায়গা করতে হবে। অন্য দল যারা ক্রসওভার খেলবে তারা হল মালয়েশিয়া, স্পেন, আর্জেন্টিনা, দক্ষিণ কোরিয়া, জার্মানি ও ফ্রান্স।

ভারতে কোথায় দেখবেন এফআইএইচ হকি বিশ্বকাপ ২০২৩-এর সরাসরি সম্প্রচার?

(Where to watch FIH hockey World Cup 2023 live broadcast on TV in India)

২০২৩ পুরুষ হকি বিশ্বকাপের সব ম্যাচ ভারতের স্টার স্পোর্টস ফার্স্ট (Star Sports First), স্টার স্পোর্টস সিলেক্ট ২ (Star Sports Select 2) এবং স্টার স্পোর্টস সিলেক্ট ২ এইচডি (Star Sports Select 2 HD) টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া, বিনামূল্যে দেখতে পাবেন দূরদর্শন স্পোর্টসে (Doordarshan Sports)

কোথায় দেখবেন ২০২৩ পুরুষ হকি বিশ্বকাপের লাইভ স্ট্রিমিং?

(Where to watch men’s hockey World Cup 2023 live streaming in India?)

ডিজনি + হটস্টার অ্যাপে (Disney+ Hotstar App) সরাসরি দেখা যাবে পুরুষদের হকি বিশ্বকাপ ২০২৩-এর লাইভ স্ট্রিমিং। এছাড়াও FanCode অ্যাপ ও ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং করা হবে।

দেখে নিন আজকের ম্যাচের সূচী