২০২৬ ফিফা বিশ্বকাপের মূলপর্বে ওঠার লড়াইয়ে আজ, মঙ্গলবার সন্ধ্যায় এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধে নামছে ভারতীয় ফুটবল দল। কুয়েতের বিরুদ্ধে ১-০ গোলে অ্য়াওয়ে ম্যাচে জেতার পর গত বছর বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের বিরুদ্ধে মানসিক দিক থেকে চাঙ্গা অবস্থায় নামছেন সুনীল ছেত্রীরা। যদি কুয়েতের সঙ্গে কাতারের ফুটবল মান অনেকটাই ফারাক। গত কয়েক বছরে ফুটবলে বড় বিনিয়োগ করে কাতার ফুটবল বিশ্বের তৃতীয় সারির দেশ হয়ে গিয়েছে। সেখানে ভারত এখনও ফিফা ব়্য়াঙ্কিংয়ে একশোর ওপরে আছে।
তবে ফিফা ক্রমতালিকায় ঘানার ঠিক পিছনে ৬১ নম্বরে থাকা কাতারকে যদি এদিন ভূবনেশ্বরে আটকে বা হারিয়ে দিতে পারেন ১০১ তম স্থানে থাকা সুনীলরা তাহলে শুধু অঘটন হবে না, সঙ্গে ভারতীয় ফুটবলকে নিয়ে আলাদা আগ্রহ তৈরি হবে। কাতার প্রথম ম্য়াচে আফগানিস্তানকে ৮-১ গোল উড়িয়ে ভারতে খেলতে এসেছে। বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে খেলার পর মানসিক দিক থেকে অনেকটাই উজ্জিবীত কাতার দল।
পাশাপাশি বিশ্বকাপের মূলপর্বে খেলার ব্যাপারে একধাপ এগনো যাবে। যদিও বিশ্বকাপে খেলার প্রশ্ন এখন অনেক দূরে। অন্তত চারটে রাউন্ডে সফল হলে তবে আমেরিকা, মেক্সিকো ও কানাডায় আয়োজিত ২০২৬ ফুটবল বিশ্বকাপের মূলপর্বে খেলা যাবে। যেখানে সবে এখন দ্বিতীয় রাউন্ডের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্য়াচ এদিন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় রাউন্ড ভারত আছে গ্রুপ এ-তে কাতার, কুয়েত ও আফগানিস্তানের সঙ্গে। হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে খেলে প্রতি গ্রুপ থেকে দুটি করে দল তৃতীয় রাউন্ডে উঠবে। সুনীলরা শুরুটা অ্য়াওয়ে ম্যাচে কুয়েতকে হারিয়ে শুরু করায় তৃতীয় রাউন্ডে ওঠার আশা জাগছে। আর সেটা করতে হলে কাতারের বিরুদ্ধে এদিন ড্র-টা খুব প্রয়োজন। তৃতীয় রাউন্ডে ৬টি করে দল তিনটি করে গ্রুপে ভাগ হয়ে খেলা। সেখান থেকে ৬টি দল ওঠে চতুর্থ রাউন্ডে। চতুর্থ রাউন্ডে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলা শুরু হয়। সেখানে দুটি গ্রুপ থেকে একটি করে দল সরাসরি বিশ্বকাপের মূলপর্বে যাবে। আর একটি দল খেলবে পঞ্চম রাউন্ডে প্লে অফ খেলে।
সে সব অবশ্য অনেক পরের কথা। সবার আগে আজ, মঙ্গলবার সন্ধ্যায় ওডিশায় কাতার চ্য়ালেঞ্জ সুনীলদের।
বিশ্বকাপের যোগ্যতাপর্বে ভারত-কাতার ম্যাচ কখন, কোথায় শুরু হবে
ভারতীয় সময় সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে ম্যাচ। খেলাটি হবে ওডিশার ভূবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে।
টিভিতে কোথায় দেখা যাবে ম্যাচ
স্পোর্টস ১৮ চ্যানেলের মাধ্যমে ইংরেজি, হিন্দি ধারাভাষ্যে দেখা যাবে খেলা। খেলা শুরু সন্ধ্যা ৭টা থেকে। তার আধ ঘণ্টা থেকে আগে থেকে হবে ম্য়াচ নিয়ে বিশেষজ্ঞদের বিশ্লেষণ।
অনলাইনে কোথায় দেখা যাবে খেলা
জিও সিনেমা অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা। একবারে বিনামূল্য়ে খেলা দেখাবে জিও সিনেমা অ্যাপ এবং ওয়েবসাইট।
কারা এগিয়ে
অবশ্যই কাতার। তবে ভারত লড়াই করবে। সুনীল ছেত্রীরা বেশ ভাল ফর্মে আছেন।