FIFA World Cup 2022 logo (Photo Credits: @FIFAWorldCup/Twitter)

দোহা, ১১ ডিসেম্বর: ৩২ দেশের বিশ্বকাপে এখন আর টিকে রয়েছে চারটি দেশ। আগামী সপ্তাহেই জানা যাবে বিশ্ব ফুটবলের চ্যাম্পিয়ন দেশ কে। প্রথমে সেমিফাইনাল, তারপর ফাইনাল। দুটো ম্য়াচ জিতলেই হওয়া যাবে বিশ্বকাপ ফুটবল ফাইনাল। সেমিফাইনাল পর্ব শুরু হওয়ার আগে চলছে জোর চর্চা, ফাইনালে কারা কারা খেলতে পারে।

মঙ্গলবার রাতে প্রথম সেমিফাইনালে খেলবে আর্জেন্টিনা-ক্রোয়শিয়া, পরদিন দ্বিতীয় সেমিতে মুখোমুখি ফ্রান্স-মরক্কো। টানা দু'বার ফাইনালে খেলার হাতাছানি ফ্রান্স ও ক্রোয়েশিয়ার সামনে। আট বছর পর বিশ্বকাপের ফাইনালে খেলার সামনে লিওনেল মেসির- আর্জেন্টিনা। আর আফ্রিকার দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা মরক্কোর সামনে সুযোগ ইতিহাসকে আরও একবার এগিয়ে নিয়ে যাওয়ার। আরও পড়ুন-

ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠল বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

দেখুন চার সেমিফাইনালিস্টদের

ফাইনাল লাইন আপে হতে পারে চারটে সম্ভাবনা। ইউরোপের এক সংবাদমাধ্যমে বিশ্লেষণ করে বোঝানো হল, কাতারে বিশ্বকাপ ফাইনালে কোন দুটি দেশ মুখোমুখি হতে পারে। অতীতের রেকর্ড, চলতি বিশ্বকাপের পরিসংখ্যানের চুলচেরা বিশ্লেষণ করে বলা হল ফাইনালে কারা খেলবে। শতাংশের বিচারে বলা হল-কারা কারা চূড়ান্ত খেতাবি লড়াইয়ে খেলবে-

১৮ ডিসেম্বর, বিশ্বকাপের ফাইনালে কোন কোন দেশের মুখোমুখি সম্ভাবনা কত--

১) ফ্রান্স বনাম আর্জেন্টিনা (৪৫ শতাংশ): টুর্নামেন্ট শুরুর আগে থেকেই অনেকে বলেছিলেন, গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স আর দুরন্ত ফর্মে থাকা মেসির আর্জেন্টিনা ফাইনালে মুখোমুখি হতে পারে। সেমিতে মেসিরা যদি ক্রোয়েশিয়াকে আর এমবাপেরা যদি মরক্কোকে হারিয়ে দেন তাহলেই হবে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল। দুটো দেশই এর আগে দু'বার করে বিশ্বকাপ জিতেছে। তাই এই দু'দলের ফাইনালে যেই জিতুক তৃতীয় চ্যাম্পিয়ন পাওয়া যাবে। মেসি বনাম এমবাপে, মার্টিনেজ বনাম লরিস ফাইনালের সম্ভাবনা থাকছে ৪৫ শতাংশ। আর্জেন্টিনা গ্রুপ লিগে হারে সৌদি আরবের বিরুদ্ধে আর ফরাসিরা হারে তিউনিসিয়ার কাছে। প্রি কোয়ার্টারে আর্জেন্টিনা ২-১ হারায় অস্ট্রেলিয়াকে, সেখানে এমবাপেরা ৩-১ হারান পোল্যান্ডকে। কোয়ার্টারে মেসিরা টাইব্রেকারে হারান ডাচদের, আর ফরাসিরা ২-১ গোলে হারায় ইংল্যান্ডকে।

২) ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া (৩০ শতাংশ)- ফাইনালে মুখোমুখি হওয়ার বেশি দ্বিতীয় সবচেয়ে জোরদার সম্ভাবনা। গত বিশ্বকাপে, রাশিয়ায় ফাইালে খেলেছিল ফ্রান্স আর ক্রোয়েশিয়া। কাতারেও কি তেমন হবে? ইউরোপিয়ান সংবাদমাধ্যমের সমীক্ষা বলছে, ৩০ শতাংশ সম্ভাবনা রয়েছে, ফ্রান্স-ক্রোয়শিয়া ফাইনাের। সেমিতে আর্জেন্টিনাকে যদি ক্রোয়শিয়া হারায়, আর ফ্রান্স যদি জেতে আফ্রিকার দেশ মরক্কোর বিরুদ্ধে তাহলে কাতারে ফাইনালে মুখোমুখি হবে এমবাপে ও মদ্রিচ, হুগো লরিস ও লিভাকোভিচ।

৩) আর্জেন্টিনা বনাম মরক্কো (১৫ শতাংশ)-মরক্কো যদি ফ্রান্সকে সেমিতে হারিয়ে দেয়, আর মেসিরা জেতেন প্রথম সেমিফাইনালে, তাহলে হতে পারে ইউরোপের কোনও দেশহীন বিশ্বকাপ ফাইনাল। শেষবার যেটা হয়েছিল ১৯৫০ সালে। 

৪) মরক্কো বনাম ক্রোয়েশিয়া ( ১০ শতাংশ)- এমনটা হলে নতুন বিশ্বকাপ চ্যাম্পিয়ন পাবে ফুটবল বিশ্ব। শেষবার ফুটবল বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়ন হয় স্পেন (২০১০ সালে)। এমন ফাইনাল হলে তাজ্জব বনে যাবে ফুটবল বিশ্ব। এমন ফাইনালের সম্ভাবনা ১০ শতাংশ হলেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।