![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2022/06/Fifa-World-cup-380x214.jpg)
দোহা, ৯ ডিসেম্বর: আজ, শুক্রবার থেকে কাতার বিশ্বকাপের (Qatar FIFA World Cup 2022) কোয়ার্টার ফাইনাল পর্বের খেলা শুরু হচ্ছে। ৩২টি দেশকে নিয়ে শুরু হওয়া বিশ্বকাপ এখন মাত্র আটটি দেশের হয়ে দাঁড়িয়েছে। কোয়ার্টার ফাইনাল মানেই হাড্ডাহাড্ডি লড়াই। কারণ কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল-তিনটে ম্যাচে জিতলেই বিশ্বচ্য়াম্পিয়ন হওয়ার সুযোগ।
শুক্রবার এডুকেশন সিটি সেন্টারে ভারতীয় সময় রাত সাড়ে ৮টায় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নামছে ব্রাজিল। দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে গুঁড়িয়ে শেষ আটে উঠেছেন নেইমাররা। সেখানে গত বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোটরা গ্রুপ পর্ব থেকেই কার্যত খোঁড়াতে খোঁড়াতে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। জাপানের কাছে প্রি কোয়ার্টার টাইব্রেকারে জেতা ক্রোয়েশিয়ার অবশ্য ডিফেন্স খুব মজবুত, সঙ্গে আছেন দারুণ এক গোলকিপার।
দেখুন টুইট
📸 Most capped players of your #FIFAWorldCup quarterfinalists!
Hugo Lloris could go 🔝 for 🇫🇷 if he starts on Saturday. pic.twitter.com/LEju8ecQov
— FIFA World Cup (@FIFAWorldCup) December 9, 2022
দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজ, শুক্রবার রাত সাড়ে ১২টায় (ভারতীয় সময়) লুসেইল স্টেডিয়ামে আর্জেন্টিনা খেলবে নেদারল্যান্ডস। একেনারে হাড্ডাহাডি লড়াই। লিওনেল মেসি দারুণ ফর্মে। ডাচরা আবার চলতি বিশ্বকাপে অপরাজিত। প্রি কোয়ার্টারে আমরিকাকে একেবারে উড়িয়ে দিয়েছে। ডাচরা বিশ্বকাপে বরাবর আর্জেন্টিনার শক্ত গাঁট।
তৃতীয় কোয়ার্টার ফাইনালটাও দারুণ লড়াই। মুখোমুখি হবে পর্তুগাল ও আফ্রিকার দেশ মরক্কো। প্রি কোার্টারে সুইজারল্যান্ডকে আধ ডজন গোল দেওয়া পর্তুগাল দারুণ ফর্মে থাকলেও মরক্কো কিন্তু চমকে দিতে পারে।
আর চতুর্থ কোয়ার্টার ফাইনালটা সবচেয়ে জমজমাট হতে পারে। মুখোমুখি ইউরোপের দুই সুপার পাওয়ার দেশ গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স ও এবারের ফেভারিট ইংল্যান্ড।
কোয়ার্টার ফাইনাল লাইনআপ
প্রথম কোয়ার্টার ফাইনাল
৯ ডিসেম্বর, শুক্রবার: ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া
(রাত সাড়ে ৮টা, এডুকেশন সিটি স্টেডিয়াম)
দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল
১০ ডিসেম্বর, শনিবার: আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস
(রাত সাড়ে ১২টা, লুসেইল স্টেডিয়াম)
তৃতীয় কোয়ার্টার ফাইনাল
১০ ডিসেম্বর, শনিবার: মরক্কো বনাম পর্তুগাল
(রাত সাড়ে ৮টা, আল থুমামা স্টেডিয়াম)
চতুর্থ কোয়ার্টার ফাইনাল
১১ ডিসেম্বর, রবিবার: ফ্রান্স বনাম ইংল্যান্ড
(রাত সাড়ে ১২টা, আল বায়েত স্টেডিয়াম)
টিভিতে কোন চ্যানেলে সরাসরি দেখা যাবে কোয়ার্টার ফাইনাল পর্বের খেলা
ভারতে ফিফা বিশ্বকাপ দেখানোর টিভি স্বত্ত্ব কিনেছে 'স্পোর্টস ১৮' (Sports 18)। এই ম্যাচ সরাসরি দেখা যাবে স্পোর্টস ১৮-১ চ্যানেলে। রিলায়েন্স-ভায়াকম ১৮-র নতুন এই স্পোর্টস চ্যানেলের পাশাপাশি এমটিভি এইচডি-তেও হিন্দি কমেন্ট্রিতে সরাসরি দেখানো হবে খেলা। সেখানে বিনামূল্যে সব ম্যাচ অনলাইনে দেখা যাবে জিও সিনেমার (Jio Cinema)মাধ্যমে।
অনলাইনে সরাসরি কীভাবে দেখা যাবে এই খেলা?
বিনামূল্যে সরাসরি স্ট্রিমিং দেখতে হলে জিও সিনেমা অ্যাপে চলে যান। নিজের মোবাইল নম্বর দিয়ে নথিভুক্ত করালেই বিনামূল্যে দেখা যাবে ম্যাচ ।
সেমিফাইনাল
১৩ ডিসেম্বর, মঙ্গলবার: প্রথম সেমিফাইনাল
প্রথম কোয়ার্টারে জয়ী বনাম দ্বিতীয় কোয়ার্টারে জয়ী
(রাত সাড়ে ১২টা, লুসেইল স্টেডিয়াম)
১৪ ডিসেম্বর, বুধবার: দ্বিতীয় সেমিফাইনাল
তৃতীয় কোয়ার্টারে জয়ী বনাম চতুর্থ কোয়ার্টারে জয়ী
(রাত সাড়ে ১২টা, আল বায়াত স্টেডিয়াম)
ফাইনাল, ১৮ ডিসেম্বর
রাত সাড়ে ৮টা, লুসেইল স্টেডিয়াম