কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) শেষ ষোলোর ম্যাচে আল বায়ত স্টেডিয়ামে অনেকটা হেসে খেলেই সেনেগালকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল হ্যারি কেনের ইংল্যান্ড।
England move on to the last 8!@adidasfootball | #FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) December 4, 2022
এই প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ( England) ও সেনেগাল (Senegal)। এমনকি ২০০২ সালের পর এই প্রথমবার সেনেগাল পৌঁছেছিল বিশ্বকাপের নকআউট পর্বে। ব্রিটিশ সিংহ নাকি আফ্রিকান সিংহ, রবিবার রাতে কারা হুঙ্কার ছাড়ে সেটাই ছিল দেখার। ম্যাচের শুরুটা সেনেগাল যথেষ্ট দাপটের সঙ্গে করেছিল। কলিবালি, দিয়া, দিয়াটারা বল মাটিতে রেখে অসংখ্য পাস খেলছিল।গোলের সুযোগও তৈরি হয়েছিল। ২৩ মিনিটে এগিয়ে যেতেও পারত। কিন্তু সুযোগ কাজে লাগাতে না পারার খেসারত দিতে হয় তাদের। ৩৮ মিনিটে এগিয়ে যায় ইংল্যান্ড। বেলিংহ্যামের (Bellingham Jude)পাস থেকে গোল করেন হেন্ডেরসন (HENDERSON)।বিরতির ঠিক আগের মুহূর্তে ব্যবধান বাড়ায় ইংল্যান্ড। ফিল ফডেনের(Foden) সেন্টার থেকে ২–০ করেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। গতবারের সর্বোচ্চ গোল স্কোরার এই প্রথম গোল পেলেন বিশ্বকাপে (FIFA World Cup)।
৫৭ মিনিটে সেনেগালের ফিরে আসার সম্ভাবনা একেবারে ধুলোয় মিশিয়ে দিলেন সাকা। ফিল ফোদেনের ক্রস থেকে সাকা(Saka) ফ্লিক করে বল জালে পাঠিয়ে দেন। এখানেই পুরোপুরি নিশ্চিত হয়ে গিয়েছিল ম্যাচের ভাগ্য।সেনেগাল অবশ্য নিজেদের গতি এবং শক্তি কাজে লাগিয়ে এরপরেও চেষ্টা করে গেছে। কিন্তু ইংলিশ ডিফেন্সে স্টোনস, লুক শ, ওয়াকাররা বিশেষ ভুল না করায় সুবিধা করতে পারেননি আফ্রিকান চ্যাম্পিয়নরা।
Saka ⚽️
Bellingham 🅰️
Foden 🅰️🅰️@England is in good hands for the future 💫 pic.twitter.com/2dQXXOpIPP
— FIFA World Cup (@FIFAWorldCup) December 4, 2022
কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি ইংল্যান্ড। এমন পারফরম্যান্স করার পর ওই ম্যাচে ইংল্যান্ডকে নিয়ে চিন্তায় থাকবে বিশ্ব চ্যাম্পিয়নরাও, এমনটা বলাই যায়।
Big.
— FIFA World Cup (@FIFAWorldCup) December 4, 2022