ব্রাজিল মানেই তো ফুটবল ঐতিহ্যর সঙ্গে শিল্পের মেলবন্ধন। আর সোমবার মাঝরাতে সেই মেলবন্ধনই আরও একবার প্রকট হল বিশ্বকাপের (Qatar World cup 2022) মঞ্চে । সাম্বা ম্যাজিকে মাতল কাতার। মাতল গোটা বিশ্ব। সোমবার রাতে স্টেডিয়াম ৯৭৪-এর বাকি সব রং যেন বিবর্ণ হয়ে গেল হলুদের ছটায়।কোরিয়ানদের ৪-১ উড়িয়ে হাসতে হাসতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন তিতের (Tite)ছেলেরা।
Brazil progress to the Quarter-finals! 🇧🇷@adidasfootball | #FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) December 5, 2022
খাতায় কলমে কোরিয়ার (South Korea) তেমন ফুটবল কৌলীন্য না থাকলেও, নিজেদের শেষ ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে হারিয়ে মাঠে নেমেছিলেন হিউং মিন সনরা। আর ব্রাজিল (Brazil) নেমেছিল নিজেদের শেষ ম্যাচে অখ্যাত ক্যামেরুনের বিরুদ্ধে হেরে। তাই এই ম্যাচে নামার আগে অজানা আশঙ্কা ছিল একেবারে ছিল না, সেটা বুক ঠুকে বলতে পারবেন না কোনও ব্রাজিল সমর্থকই। তবে এ দিন চোট সারিয়ে নেইমার প্রথম একাদশে ফেরার পরেই যেন, পুরো দলের বডিল্যাঙ্গোয়েজই বদলে গিয়েছিল।
🫶🇧🇷 pic.twitter.com/Y9BAzCSpA5
— FIFA World Cup (@FIFAWorldCup) December 5, 2022
এ দিন যেন শুরু থেকেই দক্ষিণ কোরিয়াকে নিয়ে কার্যত ছেলেখেলা করল ব্রাজিল।ম্যাচের ৭ মিনিটের মধ্যে প্রথম গোল। ডানদিক থেকে রাফিনহার ক্রস ধরে ঠাণ্ডা মাথায় ডান পায়ের প্লেসিংয়ে ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র(Vinícius Júnior)। ম্যাচের ১১ মিনিটে রিচার্লিসনকে বক্সের মধ্যে ফাউল করেন জুং উ ইউং। পেনাল্টি দেন রেফারি। শট নেওয়ার জন্য বল হাতে দাঁড়িয়েছিলেন রাফিনহা। কিন্তু গ্যালারি ভর্তি দর্শক চেয়েছিলেন, নেইমার যেন লেই স্পট কিক নেন। দর্শকদের আব্দার মেটাতে ব্রাজিলিয়ান স্ট্রাইকার বল তুলে দেন নেইমারকে (Neymar Jr)। চিৎকারে ফেটে পড়ে স্টেডিয়াম। ম্যাচের ১৩ মিনিটে নিজের ট্রেডমার্ক ভঙ্গিমায় পেনাল্টি থেকে কাতার বিশ্বকাপে নিজের প্রথম গোল করেন নেইমার। দেশের জার্সিতে পেলের থেকে মাত্র এক গোল পিছিয়ে নেইমারের গোলসংখ্যা এখন ৭৬।
— FIFA World Cup (@FIFAWorldCup) December 5, 2022
নেইমার, রাফিনহা, ভিনিসিয়াস- ত্রিকোণ আক্রমণে কেঁপে যায় দক্ষিণ কোরিয়া। ম্যাচের ২৯ মিনিটে ৩-০ করেন রিচার্লিসন (Richarlison)। আর ৩৬ মিনিটে চলন্ত বলে ভলিতে গোল পাকুয়েতার (Lucas Paquetá)। এখানেই শেষ হয়ে যায় কোরিয়ানদের যাবতীয় লড়াই।
Enjoying themselves 🇧🇷#FIFAWorldCup | #Qatar2022
— FIFA World Cup (@FIFAWorldCup) December 5, 2022
দ্বিতীয়ার্ধে সুযোগ এসেছিল ব্যবধান বাড়ানোর। কিন্তু সুযোগগুলো কাজে লাগানো যায়নি। তবে ক্লিনশিট রেখে মাঠ ছাড়া হল না নেইমারদের। ম্যাচের ৭৬ মিনিটে বাঁ-পায়ের ভলিতে ব্যবধান কমান পরিবর্তে নামা পাইক সেউং-হো।
এ দিন নেইমার ৮০ মিনিট মাঠে থেকে বুঝিয়ে দিলেন, তিনি ফিট হয়ে উঠেছেন। পাশাপাশি পেনাল্টি থেকে হলেও, গোল করে নিজের আত্মবিশ্বাসও বাড়িয়ে নেন তিনি। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে এই রকম দাপট নিয়ে ব্রাজিল পুরো ম্যাচ খেললে, কপালে দুঃখ আছে রাশিয়া বিশ্বকাপের রানার্সদের।
Familiar #FIFAWorldCup foes meet once again 🔥#HRV v #BRA
— FIFA World Cup (@FIFAWorldCup) December 5, 2022