ডেনমার্ককে হারিয়ে মহিলাদের ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল অস্ট্রেলিয়া। সোমবার সন্ধ্যায় ৭৫ হাজার দর্শকে ভরা সিডনির অলিম্পিক স্টেডিয়ামে প্রি কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ডেনমার্কের বিরুদ্ধে ২-০ গোলে জিতল অজিরা। খেলার দুই অর্ধে দুটি গোল করে কাইটলিন ফোর্ড ও হেইলি রাসো। ২০০৭, ২০১১,২০১৫-টানা তিনটি মহিলাদের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছিল অজিরা।
তবে গতবার (২০১৯) প্রি কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় অজিরা। নিজেদের দেশের মাটিতে ইতিহাস গড়ার সামনে অজি মহিলা দল। কারণ এখনও পর্যন্ত পুরুষ ও মহিলা-কোনও ফুটবল বিশ্বকাপেই সেমিফাইনালে খেলতে পারেনি অস্ট্রেলিয়া।
দেখুন টুইট
England and Australia are through to the quarter-finals! 🏴🇦🇺#FIFAWWC | #BeyondGreatness
— FIFA Women's World Cup (@FIFAWWC) August 7, 2023
অন্যদিকে, নাইজেরিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল ইংল্য়ান্ড। ম্যাচের ৮৭ মিনিটে ইংল্যান্ডের তারকা ফুটবলার লরেন জেমস লাল কার্ড দেখেন। জেমসের লাল কার্ড দেখার সঙ্গে আর্জেন্টিনার বিরুদ্ধে ১৯৯৮ বিশ্বকাপে দেখা ডেভিড বেকহ্য়ামের লাল কার্ডের তুলনা করা হচ্ছে। তবে সেদিন আর্জেন্টিনার বিরুদ্ধে বেকহ্যামের লাল কার্ডের ফলে হেরে গিয়েছিল ইংল্যান্ড, এদিন অবশ্য জয় পেলে ইংল্যান্ড মহিলা দল।
ইতিমধ্যেই মহিলাদের চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে স্পেন, নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। গতকাল, সুইডেনের কাছে হেরে প্রি কোয়ার্টার ফাইনাল থেকে হেরে বিদায় নেয় গত দুবারের চ্যাম্পিয়ন আমেরিকা। গ্রুপ লিগেই থেকেই বিদায় নিয়েছে ব্রাজিল, আর্জেন্টিনার মত মহিলাদের ফুটবলেও শক্তিধর দেশ।