জল্পনার অবসান, শেষ পর্যন্ত জিতলেন লিওনেল মেসিই। ফিফার বিচারে এই বছরের পুরুষদের সেরা ফুটবলার হলেন তিনি এবং আরও এক বার হারিয়ে দিলেন কিলিয়ন এমবাপেকে এবং সেই সঙ্গে করিম বেঞ্জিমাকেও। এই নিয়ে দ্বিতীয় বার এই শিরোপার দাবিদার হলেন মেসি। ২০১৯ সালেও এই সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি। গত ডিসেম্বরে আর্জেন্টিনাকে বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেছেন মেসি। ফাইনালে এমবাপের ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। মেসি জোড়া গোল করেন। এমবাপে হ্যাটট্রিক করেন। আড়াই মাস আগেও মেসির কাছে রানার-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল এমবাপেকে। এ বারও তিনি দ্বিতীয়ই হলেন।
🏆 𝗠𝗘𝗦𝗦𝗜 🏆
#TheBest FIFA Men’s Player Award 2022 goes to Lionel Messi! 🇦🇷 pic.twitter.com/HXEugVH1t9
— FIFA World Cup (@FIFAWorldCup) February 27, 2023
অন্যদিকে টানা দ্বিতীয়বারের মতো সেরা মহিলা খেলোয়াড় হলেন স্পেনের অ্যালেক্সিয়া পুটেলাস। পুটেলাস মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালেক্স মরগান এবং বেথ মিডকে হারিয়ে তার পুরস্কার জিতেছেন। ২০২২ সালে ইংল্যান্ডকে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ শিরোপা জিততে সাহায্য করেছিলেন বেথ মিড। সেই দলের কোচ ছিলেন সারিনা উইগম্যান। সেই সূত্রে বর্ষসেরা মহিলা কোচের পুরস্কারটি সারিনা উইগম্যানের কাছে গিয়েছে, এবং দলকে বিশ্বকাপ জেতানোর কারিগর আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ফিফা বর্ষসেরা পুরুষ কোচ নির্বাচিত হয়েছেন।
On top of the world. 💫
@alexiaputellas has been crowned #TheBest FIFA Women’s Player 2022! pic.twitter.com/Wtcgg8SUmO
— FIFA Women's World Cup (@FIFAWWC) February 27, 2023
Lionel Scaloni: #TheBest FIFA Men’s Coach 2022 👏 pic.twitter.com/j6HyKopWnw
— FIFA World Cup (@FIFAWorldCup) February 27, 2023
🚨 Sarina Wiegman has won #TheBest FIFA Women's Coach 2022! pic.twitter.com/s8mexAM3xq
— FIFA Women's World Cup (@FIFAWWC) February 27, 2023