চাঁদে অবতরণের ঐতিহাসিক সাফল্যের আগে দাবার কোর্টে বড় তারা জয় ভারতের। ফিডে দাবা বিশ্বকাপের ফাইনালে উঠলেন ভারতের ১৮ বছরের তারকা গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ (Praggnanandhaa R)। বিশ্বনাথন আনন্দের পর এই ভারতের কোনও গ্র্যান্ডমাস্টার ফিডে দাবা বিশ্বকাপের ফাইনালে উঠলেন। তাও আবার মাত্র ১৮ বছর বয়েসে।
আজারবাইজানের বাকুতে আয়োজিত সেমিফাইনালে প্রথম দুটি টাইব্রেক গেমে ড্র করার পর এদিন আমেরিকার গ্র্যান্ডমাস্টার ফাবিয়োনো কারুয়ানাকে হারিয়ে দে প্রজ্ঞানন্দ। বিশ্বের ৩ নম্বর খেলোয়াড় কারুয়ানার বিরুদ্ধে এদিন সেমিফাইনালে অবিশ্বাস্য কিছু চাল দেন প্রজ্ঞানন্দ।
দেখুন টুইট
2023 FIDE World Cup final: Magnus Carlsen vs Praggnanandhaa R!
— International Chess Federation (@FIDE_chess) August 21, 2023
এবার দুনিয়ার এক নম্বর তথা প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন নরওয়ের ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে ফাইনালে খেলবেন প্রজ্ঞানন্দ। অতীতে কার্লসেনকে হারিয়েছেন প্রজ্ঞানন্দ।