13th Game FIDE World Chess Championship (Photo Credit: X@ChessbaseIndia)

বিশ্ব দাবা সংস্থা (FIDE) আয়োজিত বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে এক দিনের বিশ্রামের পরে আজ সিঙ্গাপুরে তেরোতম খেলায় চীনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডিং লিরেনের সঙ্গে  মুখোমুখি হবেন গ্র্যান্ড মাস্টার ডি গুকেশ । দুই দাবা তারকার ম্যাচটি শুরু হওয়ার কথা ভারতীয় সময় দুপুর আড়াইটায়। গুকেশ আজ সাদা ঘুঁটি নিয়ে খেলবে। আর মাত্র দুটি খেলা বাকি আছে, এখনও অবধি ১২টি ম্যাচের পর দুজনেই সমানভাবে ৬-৬ পয়েন্টে আছে। বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা দাবি করতে বিজয়ীর প্রয়োজন ৭.৫ পয়েন্ট। যদি খেলোয়াড়দের ১৪টি খেলার পরেও পয়েন্ট সমান সমান থাকে তাহলে প্রতিযোগিতাটি ১৩ ডিসেম্বর দ্রুত সময়ের বিন্যাসে টাই-ব্রেকারে যাবে।

উল্লেখযোগ্যভাবে,চিনের ডিং লিরেন গত বছর টাইব্রেকারের মাধ্যমে চ্যাম্পিয়নশিপ জিতেছিল। গত রবিবার একাদশ গেমে গুকেশ জয় পেলেও দ্বাদশ গেমে ডিং গুকেশ কে হারিয়ে আবার সমান জায়গায় চলে আসে।