Koneru VS Divya In FIDE Final (Photo Credit: X@chesscom_in)

জর্জিয়ার বাতুমিতে FIDE মহিলা দাবা বিশ্বকাপ ফাইনালের প্রথম রাউণ্ডের পর দ্বিতীয় রাউন্ডেও ড্র করলেন কোনেরু হাম্পি (Grand Master Koneru Humpy) এবং দিব্যা দেশমুখ ( International Master Divya Deshmukh) ।দ্বিতীয় রাউণ্ডে সাদা ঘুটি নিয়ে দিব্যা পরপর দুবার চেক দেওয়ার পর হাম্পি ড্র করতে বাধ্য হন। আজ ভারতীয় সময় দুপুর ১টা ৩০মিনিটে টাই-ব্রেকারে নির্ধারিত হবে ফাইনাল ম্যাচের বিজয়ী।

টাইব্রেকের নিয়ম অনুযায়ী দুটি ১৫ মিনিটের গেম হবে, প্রতি চালের পরে ১০ সেকেন্ড বাড়তি সময়। এর পরে যদি স্কোর একই থাকে তা হলে আর এক সেট ১০ মিনিটের খেলা হবে, প্রতি চালের পরে ১০ সেকেন্ড বাড়ি সময়। এতেও মীমাংসা না হলে পাঁচ মিনিটের দুটি গেম (৩ সেকেন্ড প্রতি চালে বাড়তি সময়) হবে। তার পরেও যদি পয়েন্ট একই থাকে তা হলে তিন মিনিটের দুটি গেম (২ সেকেন্ড সেকেন্ড প্রতি চালে বাড়তি সময়) খেলা হবে। যতক্ষণ না কেউ জয় পাচ্ছেন এই গেম (৩+২) চলতে থাকবে। যিনি চ্যাম্পিয়ন হবেন পাবেন ৫০ হাজার মার্কিন ডলার (প্রায় ৪১.৬ লক্ষ টাকা)। রানার্স পাবেন ৩৫ হাজার মার্কিন ডলার (প্রায় ২৯.১ লক্ষ টাকা)।

অন্যদিকে তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচে রবিবার লড়াই ছিল দুই চিনা দাবাড়ুর। শনিবার প্রথম গেম ড্র হয়েছিল। রবিবার দ্বিতীয় গেমে অবশ্য তাং ঝংগেই হারান লেই তিংজিকে। ফলে তৃতীয় স্থান ও ক্যান্ডিডেটসে খেলার যোগ্যতাও অর্জন করলেন তাং।