নিউ ইয়র্ক, ৮ সেপ্টেম্বর: ইউএস ওপেন (US Open Tennis 2021) পুরুষদের সেমিফাইনালে দুটো স্থান পূর্ণ হয়ে গিয়েছে। ফাইনালে ওঠার লড়াই দু নম্বর বাছাই রাশিয়ার ড্যানিল মেদভেদেভ-এর ( Daniil Medvedev) সামনে দ্বাদশ বাছাই কানাডার ফেলিক্স আগুয়ের আলিয়াসিমে (Felix Auger Aliassime)। ফেলিক্সের বিরুদ্ধে স্পেনের অবাছাই খেলোয়াড় কার্লো আলকারাজ ৩-৬,১-৩ থাকা অবস্থায় চোট পেয়ে কোর্ট ছাড়েন। ফলে ওয়াকওভার পেয়ে সেমিতে ওঠেন ফেলিক্স। আজ রাতে শেষ আটের ম্যাচে ইতালির মাত্তেও বারেত্তোনির বিরুদ্ধে নামছেন নোভাক জকোভিচ।
Fernandez, Medvedev, Sabalenka & Auger-Aliassime book their spots in the #USOpen semis.
— US Open Tennis (@usopen) September 8, 2021
যে বারোত্তিনিকে ফাইনাল হারিয়ে ক মাস আগে বছরের তৃতীয় গ্র্যান্ডস্লাম উইম্বলডন জিতেছিলেন জকোভিচ। পুরুষদের সিঙ্গলসের অন্য কোয়ার্টার ফাইনালে আজ নামছেন অলিম্পিক সোনাজয়ী জার্মানির আলেকজান্দার জেভরভ। জেভরভের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার অবাছাই লয়েড হ্যারিস।
Felix Auger-Aliassime has never stopped believing him himself.
That faith has powered him into the #USOpen semifinals.
— US Open Tennis (@usopen) September 8, 2021
মহিলাদের সিঙ্গলসে কানাডার ১৯ বছরের তরুণী লেইলা ফার্নান্ডেজ স্বপ্নের দৌড় অব্যাহত। কোয়ার্টার ফাইনালে ফেভারিট এলিনা সেলতনোভাকে হারিয়ে সেমিফাইনালে ওঠেন টুর্নামেন্টের অবাছাই ফার্নান্ডেজ। সেমিতে তাঁর প্রতিপক্ষ টুর্নামেন্টে দু নম্বর বাছাই বেলারুশের আরাইনা সাবালেঙ্কা।